Healthy Lifestyle:গরমে নিয়মিত খান আখের রস...যৌনক্ষমতা বাড়বে দু'গুণ, বাড়বে শুক্রাণুর সংখ্যাও
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
যৌনজীবন উদ্দীপক করতে চান? নিয়মিত খান আখের রস
advertisement
1/6

বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে ভাল থাকতে পারবেন না! এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত!
advertisement
2/6
উপকার পেতে টাটকা রস খাবেন, বিকেলের পর আখের রস ভুলেও খাবেন না!
advertisement
3/6
কিন্তু এত কিছুর পরও, আমাদের দেশে যৌনতা নিয়ে প্রচুর রাখঢাক রয়েছে! মানুষ আজকের দিনেও মানতে পারেন না, খিদে পাওয়া, ঘুম পাওয়ার মতোই একটা স্বাভাবিক প্রবৃত্তি যৌনতা! কিন্তু যৌনতা নিয়ে অনেক মানুষের মধ্যেই রয়েছে হীনমন্যতা! অনেকেই জানতে চান, কিসে বাড়বে যৌনক্ষমতা? কীসে বাড়বে স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর ক্ষমতা! সমপ্রতি একটি গবেষণায়, এর উত্তর মিলল!
advertisement
4/6
গবেষকদের দাবি, আখের রসের মধ্যে রয়েছে এমন গুণ যা যৌনক্ষমতা বাড়িয়ে তুলতে পারে অন্তত ২ গুণ!
advertisement
5/6
নারী ও পুরুষ, উভয়ের ক্ষেত্রেই প্রজননের নানা সমস্যার সমাধানে কার্যকরী আখের রস। বিশেষজ্ঞদের মতে, পুরুষদের বীর্যে শুক্রাণুর সংখ্যা বাড়াতে আখের রস উপযোগী।
advertisement
6/6
মহিলাদের সন্তান প্রসবেও সহায়তা করে আখের রস। স্তনদুগ্ধ নিঃসরণেও আখের রস উপকারি বলে মত বিশেষজ্ঞদের।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle:গরমে নিয়মিত খান আখের রস...যৌনক্ষমতা বাড়বে দু'গুণ, বাড়বে শুক্রাণুর সংখ্যাও