Healthy Lifestyle: ছোট ফ্ল্যাটবাড়িতে সঙ্গমকালীন শীৎকারে অস্বস্তিতে পড়ছেন? লজ্জা লাগছে? সহজ সমাধান রয়েছে আপনার হাতেই
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle: যৌন জীবন নিয়ে নানা মানুষের নানা মত। তবে সবচেয়ে বড় সমস্যা হল, সঙ্গম ও স্বাস্থ্যকর যৌন জীবন নিয়ে খোলাখুলি কেউ কথা বা আলোচনা চান না।
advertisement
1/10

যৌন জীবন নিয়ে নানা মানুষের নানা মত। তবে সবচেয়ে বড় সমস্যা হল, সঙ্গম ও স্বাস্থ্যকর যৌন জীবন নিয়ে খোলাখুলি কেউ কথা বা আলোচনা চান না। বিশেষ করে মেয়েরা তো একেবারেই এড়িয়ে যেতে চান।
advertisement
2/10
আজকাল বাড়ির বদলে বেশিরভাগ মানুষেরই দু কামরার ছোট ফ্ল্যাটবাড়ি। সেখানকার ঘরে সঙ্গমকালীন শীৎকারের চোটে আপনি কি অস্বস্তিতে পড়েন?
advertisement
3/10
পাশের ঘরে থাকা লোক বা উপর-নীচ তলার ফ্ল্যাটের বাসিন্দারা শুনে ফেলছেন আপনাদের আবেগঘন আওয়াজ? লজ্জা লাগছে আপনার? কী করবেন তাহলে?
advertisement
4/10
যৌনমিলনের শী‍‍ৎকার খুব সাধারণ বিষয়। শীৎকার ছাড়া যৌনতায় মজা নেই একেবারেই।
advertisement
5/10
২০১৮ সালে 'সসি ডেটস' নামে একটি সংস্থা ৫০২৪ জনের উপরে সমীক্ষা চালিয়েছিল এই বিষয়ে। সেখানেই তাঁরা জানান, সঙ্গমের সময়ে ঠিক কোন কোন শব্দ শুনতে ভালবাসেন পুরুষ ও নারীরা। বেশিরভাগ পুরুষই দাবি করেছেন, মহিলা পার্টনারের মুখে শীৎকার শুনতে ভাল লাগে। মহিলাদেরও একই দাবি।
advertisement
6/10
কিন্তু আপনার শীৎকারে আপত্তি থাকতে পারে আপনার প্রতিবেশীর৷ বাড়িতে অন্য কেউ থাকলে প্রাণ ভরে সুখ উপভোগ করা যায় না৷ আর তখনই হয়ে যায় সমস্যা৷
advertisement
7/10
সঙ্গমের সময়ে গান চালাতে পারেন৷ এতে আপনার মন ভাল থাকবে৷ আবার অন্য কারও কাছে অস্বস্তিতে পড়তে হবে না৷
advertisement
8/10
এছাড়া আপনি মুখে দিয়ে নিজের হাত কামড়ে ধরতে পারেন৷ এতে আপনার উত্তেজনা বজায় থাকবে৷ শীৎকারের শব্দও নিয়ন্ত্রিত হবে৷
advertisement
9/10
শুধু এসি নয়৷ সঙ্গমের সময়ে ফ্যানও চালান৷ ফ্যানের শব্দে আপনার সুবিধাই হবে৷ বা বাথরুমে কল চালিয়ে রাখুন খানিকটা সময়।
advertisement
10/10
টেলিভিশনও চালিয়ে রাখতে পারেন শব্দ ঢাকতে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: ছোট ফ্ল্যাটবাড়িতে সঙ্গমকালীন শীৎকারে অস্বস্তিতে পড়ছেন? লজ্জা লাগছে? সহজ সমাধান রয়েছে আপনার হাতেই