TRENDING:

Healthy Lifestyle: হেঁটেই ঝরবে কিলো কিলো ক্যালোরি, তবে মানতে হবে ৯টা টিপস, জানুন বিশেষজ্ঞের সঠিক ‘পরামর্শ’

Last Updated:
একা না হেঁটে চেষ্টা করুন, কোনও একটা সঙ্গীর সঙ্গে হাঁটতে৷ এতে শরীরচর্চার বাড়তি প্রেরণাও পাওয়া যায়৷ স্বাস্থ্যকর প্রতিযোগিতাও হতে পারে৷ যা শরীরের জন্য আখেরে ভাল৷
advertisement
1/14
হেঁটেই ঝরবে কিলো কিলো ক্যালোরি, তবে মানতে হবে বিশেষজ্ঞের  দেওয়া ৯ টিপস
প্রতিদিন হাঁটাহাঁটির পর পেটের চর্বির কয়েক ইঞ্চিও কমেনি৷ শীতের সকালে বিছানার আরাম থেকে টেনে বের করে শরীরচর্চার জন্য প্রস্তুত করতেই যথেষ্ট কসরত করতে হয়৷ কিন্তু যদি দেখেন, কয়েক ইঞ্চিও কম হচ্ছে না, তাহলে পরের দিন আর কীভাবে নিজেকে তৈরি করেন কীভাবে?
advertisement
2/14
ভোরবেলা কষ্ট করে উঠে প্রতিদিন উর্ধ্বশ্বাসে হাঁটাহাঁটি তো করছেন! কিন্তু ভোরের ঘুম যে বিসর্জন দিয়ে হাঁটা চলাচল করছেন, তাতে লাভের লাভ কি কিছু হচ্ছে?
advertisement
3/14
দিল্লির সি কে বিড়লা হাসপাতালের ফিজ়িয়োথেরাপির বিভাগীয় প্রধান চিকিৎসক সুরেন্দ্র পাল সিংহ জানিয়েছেন, হেঁটে ক্যালোরি ঝ়়রাতে চাইলে কয়েকটি কৌশল অবলম্বন করতে হবে।
advertisement
4/14
কত বেশি পথ অতিক্রম করলেন, সেটার চেয়েও বেশি জরুরি কত স্পিডে হাঁটলেন৷ তাই বেশি ক্যালোরি ঝরাতে হলে জোরে হাঁটুন৷ এতে হৃদস্পন্দনের মাত্রা বৃদ্ধি পাবে৷
advertisement
5/14
একা না হেঁটে চেষ্টা করুন, কোনও একটা সঙ্গীর সঙ্গে হাঁটতে৷ এতে শরীরচর্চার বাড়তি প্রেরণাও পাওয়া যায়৷ স্বাস্থ্যকর প্রতিযোগিতাও হতে পারে৷ যা শরীরের জন্য আখেরে ভাল৷
advertisement
6/14
হাঁটার পাশাপাশি স্ট্রেন্থ ট্রেনিং করুন৷ শরীরে পেশি তৈরি হলে মেটাবলিক রেট বৃদ্ধি পায়৷ তাতে ক্যালোরি খরচ আরও বেশি৷
advertisement
7/14
হাঁটার ভঙ্গী ঠিক করুন৷ হাঁটার সময় পিঠ সোজা রাখুন৷ এতে তলপেট এবং কোমরের নীচের দিকে পেশির কাজ বেশি হবে৷ হাঁটার সময় যেন হাত দোলে৷ এতে চোট লাগার ঝুঁকি কমবে৷
advertisement
8/14
হাঁটার আগে ও পরে পরিমাণমতো জল খান৷ হাঁটার সময় সঠিক ও আরামদায়ক দুতো পরুন৷ যাতে পায়ের পাতা ও অস্থিসন্ধিতে অযথা চাপ না পড়ে৷
advertisement
9/14
ফিটনেস ট্র্যাকার অথবা কোনও অ্যাপ মনিটরে নজর রাখুন কতটা হাঁটলেন, কত ক্ষণ হাঁটলেন বা কতটা ক্যালোরি ঝরল৷ তাতে যেমন উদ্বুদ্ধ হবেন, তেমনই প্রয়োজন অনুযায়ী হাঁটার সময় নিয়ন্ত্রণ করতে পারবেন৷
advertisement
10/14
চেষ্টা করুন চড়াই জায়গায় হাঁটতে৷ যদি চড়াইয়ে হাঁটার সুযোগ না থাকে, তা হলে ট্রেডমিলে হাঁটতে পারেন৷ সে ক্ষেত্রে ট্রেডমিলের সেটিং বিকল্প পথ হয়ে উঠতে পারে৷
advertisement
11/14
এক পথে রোজ হাঁটতে হাঁটতে বিরক্তি আসতে পারে৷ তাই চেষ্টা করুন এই একঘেয়েমি কাটাতে নতুন রাস্তায় হাঁটার৷ অচেনা পথেও হাঁটা লাগাতে পারেন৷ এতে নতুন-নতুন চ্যালেঞ্জের মুখে পড়লে একঘেেমি কেটে যাবে৷
advertisement
12/14
এক পথে রোজ হাঁটতে হাঁটতে বিরক্তি আসতে পারে৷ তাই চেষ্টা করুন এই একঘেয়েমি কাটাতে নতুন রাস্তায় হাঁটার৷ অচেনা পথেও হাঁটা লাগাতে পারেন৷ এতে নতুন-নতুন চ্যালেঞ্জের মুখে পড়লে একঘেেমি কেটে যাবে৷
advertisement
13/14
হাঁটার সময় চেষ্টা করুন হাতের স্মার্ট ওয়াচের প্রতি লক্ষ্য রাখতে৷ মোবাইল ফোনটিকে যত সম্ভব দূরে রাখুন৷ এতে প্রকৃতির সান্নিধ্য পেয়ে শুধু শরীর নয়, মনও চাঙ্গা হয়ে উঠবে৷
advertisement
14/14
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি আপনাকে মানতেই হবে এমন কোনও বিষয় নেই, কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন৷ কোনও সমস্যা হলে নিউজ 18 বাংলা দায়ি থাকবে না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: হেঁটেই ঝরবে কিলো কিলো ক্যালোরি, তবে মানতে হবে ৯টা টিপস, জানুন বিশেষজ্ঞের সঠিক ‘পরামর্শ’
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল