Healthy Lifestyle: ডিম ভালবেসে খান, আজ ডিমের দিন, গাদাগাদা ডিম খান আর থাকুন তরুণ, তরতাজা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle: কাঁচা ডিম না রান্না করা ডিম কোনটা খেলে গায়ে সরাসরি পুষ্টি লাগে, আবার বাদামি ডিম না সাদা ডিম কোনটা বেশি টাটকা, জেনে নিন সব৷
advertisement
1/10

: প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্ব ডিম দিবস পালিত হয়। তাই এ বছর অর্থাৎ আজ ১৩ অক্টোবর সারা পৃথিবীতে ডিম দিবস পালন হচ্ছে৷
advertisement
2/10
একটি ডিম হল একেবারে মুঠিতে ভরা পুষ্টি এবং স্বল্প মূল্যের প্রাণীজ উৎস প্রোটিনগুলিতে ভরা একটি ডিম৷
advertisement
3/10
উচ্চ মানের প্রোটিন, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থে পূর্ণ, বিশ্বের সবচেয়ে সহজ এবং সবচেয়ে পুষ্টিতে ঠাসা ব্রেকফাস্টগুলির মধ্যে একটি।
advertisement
4/10
সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যে পুষ্টি ঘাটতি দেখা যায় তা হল আয়রন এবং ভিটামিন ডি, এ, এবং বি ১২ - যার সবকটি ডিমে পাওয়া যায়।
advertisement
5/10
কাঁচা ডিম খাওয়া পেশি তৈরিতে সাহায্য করে এটি একটি প্রচলিত ধারণা কিন্তু এটা সত্যি নয়।
advertisement
6/10
কেউ যদি কাঁচা ডিমের প্রায় ৫০% প্রোটিন হজম করা যায়, কিন্তু ডিম রান্না করার পরে ৯০% -র বেশি প্রোটিন হজম করা যায়।
advertisement
7/10
বিশ্ব ডিম দিবস- ১৯৯৬ তে ভিয়েনায় আন্তর্জাতিক ডিম কমিশন স্থাপিত হয়েছিল৷ এটি বিশ্বব্যাপী ডিম শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষের পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং সামগ্রিক কল্যাণে ডিমের তাৎপর্য প্রচারের জন্য।
advertisement
8/10
এ বছর ওয়ার্ল্ড এগ ডে-র মূল ভাবনা ‘স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ডিম’। ওয়ার্ল্ড এগ ডে- হল সকলকে সচেতন করার একটি প্রয়াস৷
advertisement
9/10
এই দিনে বোঝানো হচ্ছে ডিম হল উচ্চ মানের পুষ্টির এক ভাণ্ডার৷ এটি চমৎকার পুষ্টিতে ঠাসা খাবার, পাশাপাশি এটি সাশ্রয়ী মূল্যে এটি সকলের জন্য উপলব্ধ৷
advertisement
10/10
ডিমের রঙ দেখে সেটি কতটা ফ্রেশ, স্বাদ বা পুষ্টিগুণের কোনও সম্পর্ক নেই। ডিমের রঙ আসলে নির্ভর করে মুরগির জাতের উপর৷ কালো বা ব্রাউন মুরগির ডিম লালচে খোলের হয়, এবং সাদা মুরগির ডিম সাদা হয়৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: ডিম ভালবেসে খান, আজ ডিমের দিন, গাদাগাদা ডিম খান আর থাকুন তরুণ, তরতাজা