Healthy Lifestyle: সকাল হলেই চায়ের সঙ্গে নোনতা বিস্কুট! শরীরে এর কী প্রভাব পড়ছে জানেন?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle: নোনতা বিস্কুট খেলে রক্তচাপ বাড়বে। এতে রয়েছে প্রবল লবণ। ফলে প্রেশার যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
1/8

সকাল হোক বা বিকাল। নিতান্ত অবসর কিংবা আড্ডা, চা না হলে বাঙালির কিন্তু চলে না। আর তার সঙ্গে চাই হরেকরকম বিস্কুট, নিমকি আরও কত কী!
advertisement
2/8
এখানেই শেষ না। মুখ চালাতে বিস্কুটের জুড়ি মেলা ভার। অনেকেই টিফিন নিয়ে যান বিস্কুট। তাড়াতাড়ি ১ বা ২ বিস্কুট যেখানে-সেখানে খেয়ে নেওয়া সহজ৷ কারণ দীর্ঘক্ষণ খালি পেট রাখতে নিষেধ করেন চিকিৎসকরা৷ যাঁরা ডায়েট করছেন তাঁদের পছন্দ আবার ওটস বিস্কুট।
advertisement
3/8
অনেকেই দেখা যায়, চায়ের সঙ্গে নিয়মিত নোনতা বিস্কুট খান। এতে কিন্তু একাধিক জটিল সমস্যা হতে পারে।
advertisement
4/8
নোনতা বিস্কুট খেলে রক্তচাপ বাড়বে। এতে রয়েছে প্রবল লবণ। ফলে প্রেশার যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
5/8
শুধু নোনতা বিস্কুট না। রাস্কও কিন্তু ক্ষতিকারক। উচ্চ মাত্রার গ্লুটেন থাকে এতে। ফলে এই ধরনের বিস্কুট হজম করা কঠিন হয়ে পড়ে৷
advertisement
6/8
চায়ের সঙ্গে চিপস খেলেও একই বিপদ হতে পারে। যা শরীরের পক্ষে ভয়ঙ্কর।
advertisement
7/8
এটি আপনার মেটাবলিজম ব্যাহত করে এবং স্থূলতা বাড়ায়। হৃদরোগের ঝুঁকিও থাকতে পারে। তাই রাস্ক বা এই ধরণের বিস্কুট ব্যবহার অল্প করাই ভাল।
advertisement
8/8
এই প্রতিবেদনটি সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে লেখা। বিশদ জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: সকাল হলেই চায়ের সঙ্গে নোনতা বিস্কুট! শরীরে এর কী প্রভাব পড়ছে জানেন?