Healthy Lifestyle || এই টিপসগুলো মেনে চলুন, দেখবেন বিছানায় আপনিই সেরা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle || অর্গাজমের দিকে মন দেবেন না৷ এতে আপনার সঙ্গী মানসিক চাপে থাকবে৷ তিনি যৌনতা উপভোগের পরিবর্তে বিষয়টিকে একটি টাস্ক হিসাবে নিয়ে ফেলবেন৷ এটি উচিত নয়৷
advertisement
1/6

সবসময় মহিলারা যৌনতা উপভোগ করেন এমনটা কিন্তু একেবারেই নয়। অনেকেই তাঁদের সঙ্গীর পারফরম্যান্স নিয়ে সমস্যার মুখোমুখি হন৷ তাই সঙ্গমের আনন্দ উপভোগ করার জন্য এখানে কিছু টিপস রইল।
advertisement
2/6
মহিলারা যেমন পুরুষদের কিছু অঙ্গের প্রতি আকৃষ্ট হন, তেমনই পুরুষরাও মহিলাদের নির্দিষ্ট কিছু অঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। আসলে মহিলাদের শরীরের এমন কিছু খাঁজ রয়েছে, যা পুরুষদের আকর্ষণ করে। সেদিকে জোর দিতে পারেন৷
advertisement
3/6
সম্পর্ক মানেই একে অপরের প্রতি এক অমোঘ আকর্ষণ। আর এই আকর্ষণ যত তীব্র হয়, সম্পর্কের ভিতও ততটাই মজবুত হয়। আর আকর্ষণ মানেই কিন্তু শুধুমাত্র যৌনসঙ্গম নয়। একে অপরকে স্পর্শের মাধ্যমেও উপভোগ করা যায় আকর্ষণ। আর মনের পাশাপাশি দুই সঙ্গীর একে অপরের শরীরের প্রতিও থাকে তীব্র টান। উত্তেজনা বাড়াতে সঙ্গমের আগে দীর্ঘ এবং ধীর ফোরপ্লেতে লিপ্ত হওয়া জরুরি।
advertisement
4/6
আপনি কোথায় মিলনে লিপ্ত হবেন তাও গুরুত্বপূর্ণ। প্রথম সঙ্গমের ক্ষেত্রে এমন জায়গা বেছে নিন যেখানে আরাম এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পুরো প্রক্রিয়াটি ঝঞ্ঝাটমুক্ত হওয়া উচিত৷ বাথরুমে বা গাড়িতে দুঃসাহসিক মিলনের চেষ্টা না করাই ভাল৷
advertisement
5/6
সঙ্গমের আগে হস্তমৈথুন করা জরুরি৷ অনেক সময়ে মহিলারা এটি এড়িয়ে যান, তবে সঙ্গমে কিন্তু স্বমেহনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷
advertisement
6/6
অর্গাজমের দিকে মন দেবেন না৷ এতে আপনার সঙ্গী মানসিক চাপে থাকবে৷ তিনি যৌনতা উপভোগের পরিবর্তে বিষয়টিকে একটি টাস্ক হিসাবে নিয়ে ফেলবেন৷ এটি উচিত নয়৷