Healthy Lifestyle: আপনি কি অতিরিক্ত ঘামেন! কোন কোন রোগ বাসা বাঁধতে পারে শরীরে? সাবধান করছেন চিকিৎসকরা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Healthy Lifestyle Tips : অতিরিক্ত ঘাম হওয়ার বিষয়কে তেমন গুরুত্ব সহকারে দেখেন না। কিন্তু এই অতিরিক্ত ঘামের প্রকৃত কারণ খুঁজে বের না করলে মারাত্মক বিপদের মুখে পড়তে পারেন।
advertisement
1/8

*বহু মানুষকে দেখা যায় অতিরিক্ত ঘামতে। তবে অনেকেই এই অতিরিক্ত ঘাম হওয়াকে তেমন গুরুত্ব দেন না। কিন্তু এই অতিরিক্ত ঘামের প্রকৃত কারণ খুঁজে বের না করলে মারাত্মক বিপদের মুখে পড়তে পারেন। অতিরিক্ত ঘাম হওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে জটিল কিছু রোগের। ফাইল ছবি। (তথ্যঃ সার্থক পন্ডিত)
advertisement
2/8
*কোচবিহারের চিকিৎসক ডা. বিকাশ মণ্ডল জানান, "বেশকিছু বড় অসুখের আগের লক্ষণ অতিরিক্ত ঘাম হওয়া। তাই অতিরিক্ত ঘামের লক্ষণটিকে গুরুত্ব না দিলে পরিবারের কোনও সদস্যের অনাকাঙ্ক্ষিত আকস্মিক দুঃসংবাদ পেতে পারেন। নিজেও পড়তে পারেন বড় বিপদে। ফাইল ছবি।
advertisement
3/8
*হার্টের কোনও প্রকার সমস্যা তৈরি হলে অতিরিক্ত ঘাম হয়। ঘামের সঙ্গে উপসর্গ হিসেবে থাকতে পারে বুক ধড়ফড়, বুকে ব্যথা, কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাওয়া এবং বুকে চাপ অনুভব ও শ্বাসকষ্ট। হার্টের গতি কম বা বেশি হলে কিংবা হার্টে ব্লকেজ থাকলে মাত্রাতিরিক্ত ঘাম হয়। ফাইল ছবি। (তথ্যঃ সার্থক পন্ডিত)
advertisement
4/8
*অতিরিক্ত ঘামের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। ডায়াবেটিস রোগীদের হঠাৎ ব্লাডসুগার কমে গেলে শরীরে অস্বস্তির সঙ্গে প্রচুর ঘাম হয়। তখন শরীর খারাপ ও মাথা ঘোরানো ইত্যাদি উপসর্গ দেখা দেয়। এ ছাড়া অজ্ঞান হয়ে যান অনেকে। ফাইল ছবি।
advertisement
5/8
*থাইরয়েডের ভারসাম্যহীনতার কারণে বেশি ঘাম হওয়ার প্রবণতা থাকে বহু রোগীর মধ্যে। ডাক্তারদের মতে হাইপার থাইরয়েডের জন্য মানুষের শরীরে থাইরয়েড হরমোনের ক্ষরণ বেশি হয়। তার ফলে রোগীর খিদে বেড়ে যায়। ওজন দ্রুত কমতে থাকে। সেইসঙ্গে মাত্রারিক্ত ঘামের প্রবণতা লক্ষ্য করা যায়। ফাইল ছবি।
advertisement
6/8
*হঠাৎ মাথা যন্ত্রণা, শরীরে প্যারালাইসিসের মতো অনুভূতি কিংবা স্ট্রোকের পূর্বে বেশ কয়েকদিন কারও প্রচুর মাত্রায় ঘাম হতে পারে। মাথায় টিউমার, খিচুঁনির মতো যে কোনও নিউরোলজিক্যাল সমস্যার প্রাথমিক উপসর্গ অতিরিক্ত ঘাম হওয়া। ফাইল ছবি। (তথ্যঃ সার্থক পন্ডিত)
advertisement
7/8
শরীরে কোনও স্ট্রেস, টেনশন বা ভয়ের কারণে অ্যান্ড্রিনালিন ও নন্-অ্যান্ড্রিনালিন হরমোনের ক্ষরণ অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। অটোনোমিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, তাতে ঘাম সৃষ্টি করে। ফলে শরীর খারাপ লাগতে পারে। অনেকে অজ্ঞান হয়ে যান। ফাইল ছবি।
advertisement
8/8
*রক্তে ইনফেকশনের সমস্যা থাকলে শরীর উত্তপ্ত হয়। এই সমস্যায় ব্লাড প্রেশার অনেকটাই কমে যায়। যার কারণে হার্ট চাহিদা অনুযায়ী পরিমিত রক্ত শরীরকে দিতে ব্যর্থ হয়। এ ক্ষেত্রে রোগীর দেহ ঠান্ডা হয়ে প্রচণ্ড মাত্রায় ঘাম হয়। যা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। ফাইল ছবি। (তথ্যঃ সার্থক পন্ডিত)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: আপনি কি অতিরিক্ত ঘামেন! কোন কোন রোগ বাসা বাঁধতে পারে শরীরে? সাবধান করছেন চিকিৎসকরা