Healthy Lifestyle: বিছানায় সঙ্গী শুধুই নিজের অর্গ্যাজম নিয়ে চিন্তিত? বিশেষজ্ঞরা বলছেন সাবধান হতে! কেন জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle: বিছানায় অনেকেই দারুণ আত্মবিশ্বাসী হন অর্গ্যাজম নিয়ে। আর তাতেই লুকিয়ে রয়েছে সঙ্গীর এই চারিত্রিক বৈশিষ্ট্য যা যথেষ্ট চিন্তার কারণ।
advertisement
1/9

যৌন উত্তেজনার চরম পর্যায়কে বলা হয় 'অর্গ্যাজম'। পুরুষ ও নারীদের শরীরে এই প্রক্রিয়াটি কিছুটা আলাদা ভাবে হলেও, মোটামুটি এই প্রক্রিয়াটিকে যৌন সুখানুভূতির সর্বোচ্চ প্রকাশ হিসেবেই দেখা হয়। বিছানায় অনেকেই দারুণ আত্মবিশ্বাসী হন অর্গ্যাজম নিয়ে। আর তাতেই লুকিয়ে রয়েছে সঙ্গীর এই চারিত্রিক বৈশিষ্ট্য যা যথেষ্ট চিন্তার কারণ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/9
হাঙ্গেরি, বুদাপেস্টের বিশেষজ্ঞরা বেডরুমে সঙ্গমের সময় অতিরিক্ত আত্মবিশ্বাসকে মোটেই ভাল চোখে দেখছেন না। এতে সম্পর্কের উপর কালো ছায়া পড়ে রয়েছে বলেই তাঁদের মত। কেন এমন মনে করছেন বিশেষজ্ঞরা? এর নির্দিষ্ট কারণ উল্লেখ করেছেন তাঁরা।
advertisement
3/9
বিশেষজ্ঞদের মতে, যৌনমিলনের সময় যাঁরা নিজেদের অর্গ্যাজম আগেই ঘটান, তা নিয়ে বেশি চিন্তিত থাকেন বা একমাত্র নিজেদের যৌনতায় চরম সুখানুভূতিকেই বেশি প্রাধান্য দেন, তাঁদের মানসিক ব্যাধি রয়েছে। এমন মানুষদের ইংরেজিতে বলে সেক্সুয়াল নার্সিসিস্ট অর্থাৎ যৌনতা সম্পর্কে স্বার্থপর ব্যক্তি।
advertisement
4/9
জীবনের অন্য ক্ষেত্রেও হয়তো এই মানুষেরা অত্যন্ত স্বার্থপর বা আত্মকেন্দ্রিক। কিন্তু মিলনের সময় বিছানাতেও যদি এই একই চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে, তবে তা খুবই চিন্তার। কারণ, সব শেষে এতে সম্পর্কে ফাটল ধরে এবং তা ভেঙে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। দু'টি মানুষের সম্পর্কে স্বার্থপরতা কখনওই কাম্য নয়।
advertisement
5/9
অনেক সময় এমন মানুষেরা মিলনের সময় নিজেদের সুখের জন্য অদ্ভুত ও নতুন ধরনের আইডিয়ার কথা বলে থাকেন। শুধুমাত্র নিজের যৌন সুখের কথা মনে রেখেই এই নতুন পন্থার কথা বলেন তাঁরা। ফলে আপনার সঙ্গীর মধ্যেও যদি এমন প্রবণতা থাকে, তবে তা চিহ্নিত করতে শিখুন। প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
6/9
সেক্সুয়াল নার্সিসিস্ট অর্থাৎ যৌনতা সম্পর্কে স্বার্থপর যাঁরা হন, তাঁদের মধ্যে স্বমেহন অর্থাৎ মাস্টারবেট করার প্রবণতাও মারাত্মক হয়। সেক্সুয়াল অ্যান্ড রিলেশনশিপ থেরাপি নামক জার্নালে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন অধ্যাপক ডেভিড এল রোল্যান্ড। তিনি ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত।
advertisement
7/9
একই সঙ্গে এই জার্নালে বলা হয়েছে, সঙ্গমের সময় যাঁরা নিজেদের অর্গ্যাজম নিয়ে চিন্তিত হওয়ার পাশাপাশি তা সফল করার জন্য বাড়তি পরিশ্রম করেন, তাঁরাও একই রকম যৌনতা সম্পর্কে স্বার্থপর ব্যক্তি।
advertisement
8/9
কারণ, এই বাড়তি সময় বা পরিশ্রমের কারণে আপনার সঙ্গীর যৌনতার ইচ্ছে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে পড়ে।
advertisement
9/9
এবং তা নিয়ে সেক্সুয়াল নার্সিসিস্টরা ভাবেন না। ফলে আপনার সঙ্গীর মধ্যে এমন চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে কিনা তা চিনুন ও সঠিক পদক্ষেপ করুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: বিছানায় সঙ্গী শুধুই নিজের অর্গ্যাজম নিয়ে চিন্তিত? বিশেষজ্ঞরা বলছেন সাবধান হতে! কেন জানেন?