Cloves Health Benefits: চায়ে মেশান লবঙ্গ, স্বাদ বাড়বে দ্বিগুন, শীতে ম্যাজিকের মতো কমবে জটিল এই রোগ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Clove heath benefits: সর্দি কাশি কমাতে চায়ের সঙ্গে লবঙ্গ দিয়ে পান করতে পারেন। লবঙ্গে অ্যান্টি ভাইরাল, অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি রয়েছে।
advertisement
1/6

শীতের শুরুতে সর্দি কাশির প্রাদুর্ভাব বেড়েই চলে। তবে এবার চায়ের এক টুকর লবঙ্গ মেশালে কমবে সর্দি ও কাশি।
advertisement
2/6
সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা পান না করলেই নয়। চায়ের সঙ্গে উপাদান হিসেবে রাখতে পারেন লবঙ্গ। লবঙ্গ চা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভাল।
advertisement
3/6
সর্দি কাশি কমাতে চায়ের সঙ্গে লবঙ্গ দিয়ে পান করতে পারেন। লবঙ্গ-এ অ্যান্টি ভাইরাল অ্যান্টি মাইক্রোবিয়া যা যেকোনও ইনফেকশনে কার্যকর।
advertisement
4/6
অনেকেই আবার গ্যাসের সমস্যায় ভোগেন। তবে খাওয়ার পরে লবঙ্গ চা খেলে তা বদ হজম ও অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে।
advertisement
5/6
দাঁতের ব্যথাতেও অত্যন্ত কার্যকর লবঙ্গ। দাঁতের গোড়ায় এক টুকরো লবঙ্গ লাগিয়ে দিন নিমিষেই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।
advertisement
6/6
ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত উপকারী লবঙ্গ। রোজ সকালে খালি পেটে একটু লবঙ্গ খেলে কয়েক দিনেক কমবে সুগার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cloves Health Benefits: চায়ে মেশান লবঙ্গ, স্বাদ বাড়বে দ্বিগুন, শীতে ম্যাজিকের মতো কমবে জটিল এই রোগ