Healthcare: ধূপ-কাঠি জ্বালান? গন্ধ ভাল লাগে? ধোঁয়ায় মারাত্মক ক্ষতি! ডেকে আনছেন মারণ রোগ!
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Healthcare: ধূপের ধোঁয়ার হতে পারে ভয়ানক অসুখ! বাড়িতে ধূপকাঠি অনেকেই জ্বালান! তবে চিকিৎসকের মত জানলে ভয় ধরবে! এখুনি জানুন
advertisement
1/6

আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অন্যতম একটি উপাদান হলো ধূপ। কোনো ধর্মীয় উপাচার মানেই ধূপকাঠির ব্যবহার। এটাই আমাদের দেশের রীতি, যা হাজার হাজার বছর ধরে চলে আসছে।
advertisement
2/6
বাড়িতে পুজোর সময় বাড়িতে ধূপকাঠি ব্যবহার করেন? তা হলে এখনই সাবধান হয়ে যান। সুন্দর গন্ধের জন্য যে ধূপকাঠি ব্যবহার করি আমরা, তার মধ্যেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিষ!
advertisement
3/6
বিশেষজ্ঞদের মতে, ধূপকাঠির ধোঁয়া, সিগারেট খাওয়ার থেকেও অনেক বেশি ক্ষতিকর। ক্রমাগত ধূপকাঠির ধোঁয়া শরীরে প্রবেশ করতে থাকলে ফুসফুস ও শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা দেখা দেয়।
advertisement
4/6
চিকিৎসক জেএন হালদার জানান, ধূমপায়ীদের ক্ষেত্রে তো বটেই, ধূমপান করেন না এমন ব্যক্তিদের জন্য ধূপকাঠির ধোঁয়া চরম ক্ষতিকর। ধোঁয়ায় ক্ষুদ্রাতিক্ষুদ্র অনেক দূষণ কণা থাকে, যেগুলো বাতাসে মিশে যায়, যা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর।
advertisement
5/6
ধূপকাঠির ধোঁয়ায় তিন ধরনের জিনিস থাকে মিউটাজেনিক, জিনোটক্সিক এবং সাইটোটক্সিক। যা থেকে ক্যানসার হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়।
advertisement
6/6
ধূপের ধোঁয়ার কারণে ব্রঙ্কিয়াল টিউবে জ্বালা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে ধূপ ব্যবহার করলে আপার রেসপিরেটারি ট্রাক্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে লাং ক্যানসার-সহ নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: ধূপ-কাঠি জ্বালান? গন্ধ ভাল লাগে? ধোঁয়ায় মারাত্মক ক্ষতি! ডেকে আনছেন মারণ রোগ!