Healthcare: শরীরের ওজন অনুযায়ী দিনে কতটা জল পান করা উচিত? এই ভুল করলেই বড় বিপদ! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Healthcare: শীত পড়তেই জল পান করা কমে যায় অনেকের। জল পানের পরিমাণ অনেক কমে গেলে শরীরে জলের ঘাটতি হয়। হতে পারে ভয়ানক রোগ, জানুন চিকিৎসকের মত
advertisement
1/7

শীত পড়তেই জল পান করা কমে যায় অনেকের। মূলত ঠান্ডা আবহাওয়ার কারণে জল পান করতে ভুলে যান বেশিরভাগ মানুষ। অন্যান্য সময়ের চেয়ে শীতে তৃষ্ণার অনুভূতি কম থাকে।
advertisement
2/7
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, জল পানের পরিমাণ অনেক কমে গেলে শরীরে জলের ঘাটতি হয়। এই কারণে নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয় শরীরে।
advertisement
3/7
শীতের সময়ে শরীরে জলের ঘাটতি হলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। যাঁরা জল খুব কম পান করেন তাঁদের কিডনিতে পাথরও জমার আশঙ্কা থাকে। এছাড়া মূত্রনালিতে সংক্রমণও হয়।
advertisement
4/7
শীতের সময়ে জল কম পান করলে ত্বক ও চুলের মধ্যেও সেই প্রভাব পড়ে থাকে। কম জল পান করলে ত্বক আরও অনেকটাই বেশি শুকিয়ে যায়, চুলও রুক্ষ হতে শুরু করে।
advertisement
5/7
জল শরীরকে অনেকটাই সতেজ রাখে। জল কম পান করলে শরীরের ভিতরের ‘টক্সিন’ বের হতে পারে না। উল্টে জমতে শুরু করে। ফলে অম্বলের সমস্যা দেখা দেয় অনেকটাই।
advertisement
6/7
এক জন মানুষের যাঁর কিডনি ঠিকঠাক কাজ করছে এবং হার্ট ও লিভারেরও কোনও বড় অসুখ নেই। তাঁর দিনে আড়াই থেকে তিন লিটার তরলের প্রয়োজন হয় তাঁর বেশি নয়।
advertisement
7/7
শরীরের মোট ওজনকে ৩০ দিয়ে ভাগ করলে যে উত্তর পাওয়া যাবে। সেই পরিমাণ জল পান করা উচিত এক জন মানুষের। যিনি ভারী ব্যায়াম করেন তাঁর বেশি পরিমাণ লাগবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: শরীরের ওজন অনুযায়ী দিনে কতটা জল পান করা উচিত? এই ভুল করলেই বড় বিপদ! জানুন