Healthcare: ওজনের সঙ্গে সঙ্গে বয়স-ও কমবে! যৌবন ধরে রাখবে এই বিশেষ পানীয়
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Healthcare: ত্বক দেখে বোঝা যাবে না বয়স! হুহু করে কমবে ওজন! সহজে বানিয়ে নিন এই পানীয়! তবে চিকিৎসকের বলে দেওয়া নিয়ম মেনে খান! জানুন
advertisement
1/7

ওজন বেড়ে যাওয়ার কারণে সমস্যায় পড়ছেন? অথবা অতিরিক্ত ওজন হওয়ার কারণে বিরক্ত ? এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। সকলেরই ইচ্ছা থাকে ঝটপট নিজেদের ওজন কমিয়ে ছিমছিমে একটা গঠন পেতে। তাই যারা এরকম চাইছেন তাদের জন্য থাকবে একটা স্পেশাল ড্রিংক বানানোর টিপস।
advertisement
2/7
যে পানীয়টি পান করলেই ম্যাজিকের মত কমিয়ে ফেলতে পারবেন ওজন। তবে এই স্পেশাল ড্রিংক কীভাবে তৈরি করতে হবে, এবং সেটা পান করলে কী কী উপকারিতা পাওয়া যাবে , এছাড়াও তৈরি করতে কী কী উপকরণ লাগবে সম্পূর্ণ বিষয় জানাচ্ছেন চিকিৎসক মিলটন বিশ্বাস।
advertisement
3/7
চিকিৎসক মিলটন বিশ্বাস বলছেন, যারা খুবই দ্রুত ওজন কমাতে চাইছেন তাঁদের পক্ষে চিয়া সিড খাওয়া যেতে পারে । ওজন কমানোর ক্ষেত্রে সবথেকে কার্যকরী এবং এক্সিলেন্ট সুপার ফুড হল চিয়া সিড ।
advertisement
4/7
আগের দিন রাতের বেলা ২ টেবিল চামচ চিয়া সিড , একটা পরিস্কার পাত্রে জলে ভিজিয়ে রাখতে হবে । এবং পরের দিন সকালবেলায় এক গ্লাস পরিষ্কার জলে , এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ লেবুর রস এবং দুই টেবিল চামচ চিয়া সিড ভালভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ওজন কমানোর এই সুপার ড্রিংক।
advertisement
5/7
প্রতিদিন সকালবেলায় জলখাবার খাওয়ার আধ ঘণ্টা আগে এই পানীয়টি পান করতে হবে । এতে শরীরে সারা দিনের যে ফাইবারের চাহিদার দরকার হয় তার চল্লিশ শতাংশই পূরণ হয়ে যাবে।
advertisement
6/7
চিয়া সিড প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সমৃদ্ধ হবার কারণে বয়সের যে ছাপ সেটা অনেকটাই কমিয়ে দেয়। অর্থাৎ চিয়া সিড আমাদের বডিতে থাকা যে ডেথ সেলগুলো রয়েছে , সেটাকে রিমুভ করে ত্বককে অনেক বেশি গ্ল্যামারাস ও উজ্জ্বল করে দেয় । এছাড়াও চিয়া সিড হার্ট ও ডায়াবেটিসের পেশেন্টদের জন্য খুবই উপকারী।
advertisement
7/7
প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে এটি শরীরের হাড় মজবুত করতেও সাহায্য করে । তাই যদি নিয়মিত এই চিয়া সিডের পানীয়টি পান করা যায়। তাহলে ওজন কমার পাশাপাশি যে স্কিনটোন রয়েছে সেটাও অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে । অর্থাৎ বয়সের যে ছাপ সেটা আর বোঝা যাবে না । তাই দ্রুত ওজন কমানোর জন্য পান করা যেতে পারে এই পানীয়। (তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)