Healthcare: প্যাডেড ব্রা পরেন? স্তন ক্যানসার ডেকে আনছেন না তো? চিকিৎসকের মত চমকে দেবে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Healthcare: অনেকেই প্যাডেড ব্রা পরে থাকেন! কেউ কেউ সারাক্ষণ এই ব্রা পরে কাটান! এতে কি স্তন ক্যানসার হতে পারে? জানুন চিকিৎসকের মত
advertisement
1/5

প্যাডেড ব্রা এমন ভাবেই তৈরি করা হয় যাতে জোর করে চেপে স্তনের আকৃতি সংকুচিত করে দেওয়া হয়। এতে স্তনের সূক্ষ্ম টিস্যুগুলিতে ক্রমাগত চাপ পড়ে। ফলে দীর্ঘক্ষণ ব্রা পরে থাকার পর খুলে দিলে ত্বকে লাল লাল চাকা চাকা দাগ দেখা যায়।
advertisement
2/5
চিকিৎসক অঞ্জলি বক্সী জানান, "প্যাডেড ব্রা নিয়মিত পরলে ভিতরের তরল এক জায়গায় জমা হয়ে যায়। সেখান থেকে লাম্ফের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সেই সঙ্গে সারাদিন ইচিং ভাব লেগেই থাকে।"
advertisement
3/5
প্যাডেড ব্রা বেশিক্ষণ চাপা থাকার ফলে অতিরিক্ত পরিমাণে টক্সিন তৈরি হয়। সেখান থেকেও চাপ পড়ে স্তনের উপরে। স্তন সঠিক পরিমাণে পুষ্টিও পায় না এতে। এখান থেকেই একাধিক সমস্যা দেখা দেয়।
advertisement
4/5
প্যাডেড ব্রা পরলে স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়বে না। স্তন ক্যানসারের সঙ্গে ব্রা পরার কোনও সম্পর্ক নেই। তবে যেকোনও অন্তর্বাসের মেয়াদ ৮-৯ মাস। দীর্ঘদিন ব্যবহার করলে তা থেকে স্তনের ক্ষতি হতে পারে।
advertisement
5/5
প্যাডেড ব্রা নিয়মিত পরার ফলে অনেক সময়ই চামড়ার রঙ কালো হয়ে যায়। খুব চাপা ব্রা পরলে তা চামড়ার সঙ্গে সারাক্ষণ ঘষা খায়। ফলে তার থেকে চামড়ায় কালো ছোপ তৈরি হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: প্যাডেড ব্রা পরেন? স্তন ক্যানসার ডেকে আনছেন না তো? চিকিৎসকের মত চমকে দেবে