TRENDING:

Healthcare: আগাছা হিসেবে বেড়ে ওঠে এই শাক! বহু জটিল রোগের যম! খেলেই উপকার

Last Updated:
Healthcare: অধিকাংশ মানুষ আগাছা হিসাবে চেনেন, এই শাকে রয়েছে বহু উপকারী উপাদান! জানুন চিকিৎসকের মত
advertisement
1/5
আগাছা হিসেবে বেড়ে ওঠে এই শাক! বহু জটিল রোগের যম! খেলেই উপকার
প্রয়োজনীয় উপকারী উপাদানে ভরপুর গ্রাম ও শহরে নদী নালা খাল-বিলে অনাদরে বেড়ে ওঠে। মাটি ও জল উভয়েস্থানেই দেখা যায় অধিকাংশ জায়গায় আগাছা হিসাবে উপরে ফেলা হয়।
advertisement
2/5
বর্মা শাকের উপকারী গুণ জানলে অবাক হবেন অনেকেই। এটি শাক হিসাবে পরিচিতি থাকলেও এই শাক খাওয়ার রেওয়াজ খুব কম। মূলত চৌদ্দ সাকের তালিকায় রয়েছে এই শাক। ভিটামিন-সি ও ফলিক অ্যাসিড এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ শাক এটি।
advertisement
3/5
নরম কান্ড সরু লম্বা লম্বা পাতা। উপকারী এই শাক চাষাবাদী জমিতে আগাছা হিসেবে জন্মায়। পুকুরপাড় বা ধান জমিতে দেখা যায় এটি বর্মা শাক বা মালঞ্চ শাক নামে পরিচিত।
advertisement
4/5
পেট পরিষ্কারের জন্য এই শাক দারুণ কার্যকর। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা তাদের জন্য এই শাক ধন্বন্তরি। বর্মা শাক স্নিগ্ধতাকারক।
advertisement
5/5
এ প্রসঙ্গে চিকিৎসক সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, অসম্ভব উপকারি এই শাক। প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট বর্তমান। এছাড়াও মল নিঃশারক। কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: আগাছা হিসেবে বেড়ে ওঠে এই শাক! বহু জটিল রোগের যম! খেলেই উপকার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল