Healthcare: ডায়াবেটিস? গায়ে ব্যথা? এই পাতাতেই দূর হবে বহু জটিল রোগ! জানুন আর্য়ুবেদ চিকিৎসকের মত
- Published by:Piya Banerjee
 - hyperlocal
 - Reported by:SUSMITA GOSWAMI
 
Last Updated:
Healthcare: এই পাতা ও ফুল শিব পুজোতে লাগবেই! সেই সঙ্গে বহু রোগের ওষুধ এই চেনা পাতা! জানলে অবাক হবেন 
advertisement
1/6

আকন্দ গাছে গ্রামবাংলার একটি অতিপরিচিত উদ্ভিদ। শ্রাবণ মাসে শিবের পুজোয় আকন্দ ফুলের মালা অতি আবশ্যক। আয়ুর্বেদ চিকিৎসক অর্ণব ভট্টাচাৰ্য জানান, আকন্দের পাতা ব্যথা নিরাময়ে বিশেষ উপকারী। শরীরের কোনও অংশে ব্যথা হলে বা ফুলে গেলে এটি খুবই দ্রুত কাজ করে। এজন্য শরীরের আঘাত জনিত স্থানে আকন্দ পাতা বেঁধে রাখলে অনেক উপকার পাওয়া যায়।তথ্য - সুস্মিতা গোস্বামী 
advertisement
2/6
আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে, আকন্দ গাছের পাতায় মুখের ত্বকে ব্রণের প্রবণতা কমে যায়। যারা ব্রণর সমস্যায় ভোগেন তাঁরা পাতা দিয়ে ব্রণের উপর চেপে ধরলে তাতে সমস্যার সমাধান হয়।তথ্য - সুস্মিতা গোস্বামী 
advertisement
3/6
খেলতে গিয়ে বা পড়ে গিয়ে পা মচকে গেলে আকন্দ পাতা প্রথমে গরম করে ব্যথা স্থানে সেঁক দিলে ব্যথা কমে যাবে।তথ্য - সুস্মিতা গোস্বামী 
advertisement
4/6
ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করে আকন্দ পাতা। বিশেষজ্ঞদের মতে, আকন্দের পাতা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।তথ্য - সুস্মিতা গোস্বামী 
advertisement
5/6
হঠাৎ করে বিষাক্ত পোকাপাকড় কামড়ালে আকন্দ গাছের পাতা বেঁটে ও আঠা মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে লাগালে দ্রুত জ্বালা-যন্ত্রণা কমে যায়।তথ্য - সুস্মিতা গোস্বামী 
advertisement
6/6
যারা অর্শের সমস্যা ভুগছেন তাদের জন্য আকন্দ পাতা খুব উপকারী। আকন্দ গাছের পাতা গুঁড়ো করে তা আগুনে পুড়িয়ে সেই উষ্ণতা ক্ষতের জায়গায় প্রয়োগ করলে অনেকটাই স্বস্তি পাওয়া যায়।তথ্য - সুস্মিতা গোস্বামী 
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: ডায়াবেটিস? গায়ে ব্যথা? এই পাতাতেই দূর হবে বহু জটিল রোগ! জানুন আর্য়ুবেদ চিকিৎসকের মত