Zika Virus: আতঙ্ক বাড়াচ্ছে জিকা! এই ভাইরাসের লক্ষণগুলি ও কীভাবে প্রতিরোধ করবেন জানুন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই Zika Virus-এ আক্রান্ত হয়েছেন কেরালার অন্তত ১৪ জন
advertisement
1/7

করোনার দ্বিতীয় ঢেউতে (Coronavirus Second Wave) বিপর্যস্ত গোটা দেশ। দেশের বিভিন্ন রাজ্যে ধরা পড়েছে Covid-এর নয়া স্ট্রেন ডেল্টা ভ্যারিয়েন্ট। আর তার মধ্যেই দেশে ভয় ধরাচ্ছে জিকা ভাইরাস (Zika Virus)। এই ভাইরাসের নমুনা প্রথম পাওয়া গিয়েছে কেরলে (Kerala)। কোভিডের তৃতীয় ঢেউ (Covid-19 Third Wave) এখনও আছড়ে পড়েনি দেশে। কিন্তু জিকা ভাইরাস (Zika Virus) নতুন করে আতঙ্ক তৈরি করছে মানুষের মনে।
advertisement
2/7
কী এই জিকা ভাইরাস? মশার থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। এডিস প্রজাতির মশা থেকে ছড়িয়ে পড়ছে এই রোগ। কোনও ব্যক্তিকে যদি এডিস মশা কামড়ায়, তবে তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়। পরে ওই মশাটি সুস্থ মানুষকে কামড়ালে, তিনিও জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারেন।
advertisement
3/7
জিকা ভাইরাসের প্রথম লক্ষণই হচ্ছে জ্বর। সেই জ্বর ক্রমশ বাড়তে থাকে। সেই সঙ্গে গায়ে ব়্যাশ বের হয়। শুধু তাই নয়, অনেক রোগীর আবার মাথা ব্যথা, নাক থেকে জল পড়ার পাশাপাশি কনজাংটিভাইটিস, গাঁটে ব্যথাও দেখা দিতে পারে।
advertisement
4/7
জিকা ভাইরাস ক্ষতি করতে পারে গর্ভস্থ সন্তানের। ভ্রুণের মারাত্মক ক্ষতি করতে পারে এই ভাইরাস। গর্ভবতী মহিলারা Zika Virus-এ আক্রান্ত হলে শিশু বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা থাকে।
advertisement
5/7
এখনও পর্যন্ত জিকা ভাইরাসের কোনও ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি কোনও দেশ। ফ্রান্সে গবেষণা চলছে। ভ্যাকসিনের ট্রায়ালও শুরু হয়েছে।
advertisement
6/7
১৯৪৭ সালে আফ্রিকাতে প্রথম জিকা ভাইরাসের স্ট্রেইন দেখা গিয়েছিল। কিন্তু এই ভাইরাস প্রথম নজরে আসে ২০১৫ সালে যখন তা ব্রাজিলে পাওয়া যায়।
advertisement
7/7
বাড়িতে মশারি ব্যবহার করা। বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, ছাদে কোথাও জমা জল না থাকে সেটা নিশ্চিত করা। হাত-পা ঢাকা পোশাক পড়ে থাকতে হবে। মশার হাত থেকে বাঁচতে স্প্রে, ধূপ, জেল ইত্যাদি ব্যবহার করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Zika Virus: আতঙ্ক বাড়াচ্ছে জিকা! এই ভাইরাসের লক্ষণগুলি ও কীভাবে প্রতিরোধ করবেন জানুন