নিয়মিত সঙ্গম করলে মেনোপজ আসে দেরিতে, প্রমাণিত হল গবেষণায়
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/4

• শারিরীক নিয়মেই একটা বয়সের পর নারী শরীরে মেনোপজ আসে ৷ অনেকেই ভাবেন মেনোপজ মানেই যৌন ক্ষমতা চলে যাওয়া ৷ আসলে কিন্তু তেমনটা নয় ৷ এই সময় পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে সন্তান ধারণ ক্ষমতা চলে যায় ৷
advertisement
2/4
• সাধারণ চল্লিশের আসেপাশে মেনোপজ হয়ে থাকে ৷ এই সময় শরীরে নানারকম হরোমনাল পরিবর্তন হয় ৷ ফলে শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই নানারকম সমস্যা দেখা দেয় ৷
advertisement
3/4
• তবে সম্প্রতি রয়্যাল সোশাইটি ওপেন সায়েন্সের একটি গবেষণাপত্র দাবি করছে, যে সমস্ত নারীরা নিয়মিত যৌন মিলনে অভ্যস্ত তাঁদের ক্ষেত্রে মেনোপজ দেরিতে আসে ৷
advertisement
4/4
• যাঁরা অন্তত সপ্তাহে একবার সঙ্গম করেন তাঁদের ক্ষেত্রে মেনোপজ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অন্তত ২৮ শতাংশ বেশি ৷ অন্যদিকে যাঁরা মাসে একবার বা তারও কম সেক্স করেন তাঁদের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেকটাই বেশি ৷