G4 Virus| চিনে সবে ধরা পড়েছে ভাইরাস G4! অতিমারি রুখতে উপসর্গগুলি জেনে নিন...
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
বিজ্ঞানীরা জানাচ্ছেন, দুঃখের বিষয় G4 ভাইরাসের কোনও প্রতিরোধ ক্ষমতা মানুষের দেহে নেই৷ তাই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি পরিস্থিতির দিকে কড়া নজর রাখার পরামর্শ দিচ্ছে৷
advertisement
1/6

করোনা মহামারির সঙ্গে লড়াই চালাচ্ছে বিশ্ব৷ একের পর এক মানুষের মৃত্যু, অর্থনীতির বিধ্বস্ত অবস্থার মধ্যেই আরও এক ভাইরাসের আতঙ্ক৷ আরও একটি মহামারির আশঙ্কা করছেন গবেষকরা৷ ভাইরাসটির নাম G4৷ এই ভাইরাসটির উত্পত্তিস্থলও সেই চিন৷ চিনে শুয়োরের মধ্যে মিলেছে G4 ভাইরাস৷ সোয়াইন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বেশ কিছু কর্মীর দেহে মিলেছে G4 ভাইরাস৷ PNAS নামে একটি জার্নালে লেখা হয়েছে, অতিমারি পরিস্থিতি তৈরি করার ক্ষমতা রয়েছে এই নয়া ভাইরাসের৷
advertisement
2/6
ভাইরাসটির উপসর্গ কী? গবেষকরা বলছেন, এই ভাইরাসটি ইনফ্লুয়েঞ্জা গোত্রেরই৷ G4 জেনোটাইপ নামে জেনেটিক মেটেরিয়াল রয়েছে৷ ২০১৬ সাল থেকে শুয়োরের মধ্যে ছড়িয়েছে এই ভাইরাস৷ করোনার মতোই G4 ভাইরাসও শ্বাসনালিতে সংক্রমণ ঘটায়৷ দ্রুত সংক্রমণ ছড়াতে শুরু করে৷ G4 ভাইরাস আক্রান্তের উপসর্গ হল, হাঁচি, শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি৷ এবং শরীরের ওজন হঠাত্ অনেকটা কমে যাওয়া৷
advertisement
3/6
বিজ্ঞানীরা জানাচ্ছেন, দুঃখের বিষয় G4 ভাইরাসের কোনও প্রতিরোধ ক্ষমতা মানুষের দেহে নেই৷ তাই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি পরিস্থিতির দিকে কড়া নজর রাখার পরামর্শ দিচ্ছে৷ কোনও হার্ড ইমিউনিটিও নেই এখনও পর্যন্ত৷ সোয়াইন ইন্ডাস্ট্রিতে (শুয়োরের ব্যবসা) দেখা গিয়েছে, ১০.৪ শতাংশের রক্তে G4 পজিটিভ৷
advertisement
4/6
স্টাডি বলছে, এই ভাইরাসটি মারাত্মক৷ ভবিষ্যতে অতিমারির সৃষ্টি করতে পারে এই ভাইরাস৷ বিশেষ করে যারা পর্ক বা শুয়োরের মাংস খান, তাঁদের থেকেই ছড়াতে পারে সংক্রমণ৷
advertisement
5/6
২০১৬ ও ২০১৯ সালে দ জনের শরীরে G4 ভাইরাস ধরা পড়ে৷ একজনের বয়স ৪৬ ও আরেকজনের ৯৷ গবেষকরা জানাচ্ছেন, এই ভাইরাস শুয়োর থেকে মানুষের শরীরে সংক্রমণ ঘটিয়ে মৃত্যু পর্যন্ত পর্যন্ত হতে পারে৷
advertisement
6/6
২০২০ সালটিকে অনেকেই বলছেন, ভাইরাস ও অতিমারির বছর৷ তাই covid-19 থেকে শিক্ষা G4 ভাইরাস নিয়ে এখন থেকেই সচেতন হতে হবে বলে মনে করছেন গবেষকরা৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
G4 Virus| চিনে সবে ধরা পড়েছে ভাইরাস G4! অতিমারি রুখতে উপসর্গগুলি জেনে নিন...