TRENDING:

কন্ডোম না-পসন্দ ? কুছ পরোয়া নেহি... কন্ডোম ছাড়াই সুরক্ষিত যৌনতায় মাতুন এই উপায়ে---

Last Updated:
advertisement
1/4
কন্ডোম না-পসন্দ ? কুছ পরোয়া নেহি... কন্ডোম ছাড়াই সুরক্ষিত যৌনতায় মাতুন এই উপায়ে-
সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ সেক্স। তবে সেক্স যেন সবসময়ই 'সেফ সেক্স' হয়। যৌনতা সুরক্ষিত করতে অনেকেই দ্বারস্থ হন কন্ডোমের। কিন্তু অনেকেরই আবার না-পসন্দ কন্ডোম। তাহলে কী উপায় ? টেনশন শিকেয় তুলুন। কন্ডোম ছাড়াই সুরক্ষিত মিলন সম্ভব! কীভাবে?Representative imagePhoto Source: Collected
advertisement
2/4
সেক্সের পর ঠিক সময় ‘পুল আউট মেথড’ প্রয়োগ করুন। ঠিক সময় পেনিস ভ্যাজাইনা থেকে বের করে নিন। বীর্য নারীশরীরের ভিতর পড়বে না, গর্ভধারণের সম্ভাবনাও থাকবে না।Representative imagePhoto Source: Collected
advertisement
3/4
কেউ কেউ সুরক্ষিত থাকতে ‘ডচিং মেথড’ ব্যবহার করে। জোরে জলের ঝাপটা দিয়ে জোনি ধুয়ে ফেলেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটা কখনওই করা উচিত নয়। ভ্যাজাইনার ফ্লুইডের সঙ্গে মিশে যায় জল। এই অতিরিক্ত জলটি ফের ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসে। এর ফলে ভ্যাজাইনায় সংক্রমণ বা পিআইডি হতে পারে।Representative imagePhoto Source: Collected
advertisement
4/4
তবে মাথায় রাখবেন, কন্ডোম কিন্তু শুধু গর্ভধারণ প্রতিরোধ করে তাই নয়, সংক্রমণও আটকায়। এইচআইভি ও এসটিডি-এর মতো রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে । তাই এসব ক্ষেত্রে সুরক্ষা পেতে হলে কন্ডোমের কোনও বিকল্প নেই।Representative imagePhoto Source: Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/স্বাস্থ্য/
কন্ডোম না-পসন্দ ? কুছ পরোয়া নেহি... কন্ডোম ছাড়াই সুরক্ষিত যৌনতায় মাতুন এই উপায়ে---
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল