সর্দি-কাশিতে নাজেহাল ! এই ভাবে খান তাল মিছরি ! আরাম মিলবে সহজেই !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
আবহাওয়া বদলের জন্যও সর্দি-কাশি হয়। তাই ভয় পাওয়ার কিছু নেই। সহজ উপায়েই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে।
advertisement
1/5

দেশে এই সময় করোনা আতঙ্ক। মানুষ ভুগছেন নানা রকম সমস্যায়। জ্বর, সর্দি-কাশি হলেই বাড়ছে আতঙ্ক। তবে শুধু করোনার জন্য নয়, আবহাওয়া বদলের জন্যও সর্দি-কাশি হয়। তাই ভয় পাওয়ার কিছু নেই। সহজ উপায়েই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। photo source collected
advertisement
2/5
তাল মিছরি। এই একটি উপাদান যাদুর মতো কাজ করে সর্দি-কাশিতে। photo source collected
advertisement
3/5
তাল মিছরি নিন কয়েকটুকরো। একটা বাটিতে কয়েক টুকরো তাল মিছরি ও তুলসীপাতা নিন। photo source collected
advertisement
4/5
এর পর প্রদীপ জ্বালান। সেই প্রদীপের আগুনের ওপর বাটিটাকে ধরুন। মিছরি গুলো গরম হয়ে গলে একটা কাই তৈরি হওয়া পর্যন্ত গরম করুন বাটিটা।photo source collected
advertisement
5/5
এবার তুলসী পাতা গুলো তুলে নিয়ে ওই কাই বা মিছরির কাতটা খেয়ে নিন। সর্দি-কাশিতে দিনে তিন বার খান এই কাত। দেখবেন কোনও ওষুধ ছাড়াই আরাম পাবেন চট জলদি। photo source collected