ঘরে ঘরে বাচ্চা-বয়স্ক সবার জ্বর, উপসর্গ চিনে সাবধান থাকুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
কিন্তু হঠাৎ করেই আবহাওয়ার এই বদলে ঘরে ঘরে অজানা জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই। সঙ্গে আবার রয়েছে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা। (Health Tips)
advertisement
1/7

গরমে পুড়ে যাচ্ছিল গোটা বাংলা। তারপর হঠাৎ করেই বৃষ্টি এসে একটু কমেছে গরমের দাপট। কিন্তু হঠাৎ করেই আবহাওয়ার এই বদলে ঘরে ঘরে অজানা জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই। সঙ্গে আবার রয়েছে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা।
advertisement
2/7
প্রায় প্রতিটা ঘরে ঘরে জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই। জ্বরের মাত্রা ১০২ থেকে ১০৫ পর্যন্ত হচ্ছে। আবার কারও ক্ষেত্রে জ্বরের মাত্রা খুব বেশি হলে ১০০ বা ৯৯ থাকছে। কিন্তু সেই সঙ্গে গায়ে হাত পায়ে ব্যথা। সর্দি, কাশির মতো উপসর্গ দেখা যাচ্ছে। জ্বর তিন থেকে চার দিন থাকছে।
advertisement
3/7
জ্বর কমে গেলেও সর্দি কাশি থেকে যাচ্ছে। শারীরীক দূর্বলতা বেড়ে যাচ্ছে। প্রায় দশ দিন পর্যন্ত থাকছে ক্লান্তি। বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই অজানা জ্বরে আক্রান্ত হচ্ছেন।
advertisement
4/7
যেটা ভাইরাল জ্বর বা সাধারণ ফ্লু, অর্থাৎ ঋতু পরিবর্তনের জেরে হয়ে থাকে, সেটায় জ্বরের সঙ্গে সর্দি, নাক বন্ধ, গলা খুশখুশ হয়। কিন্তু করোনাতে নাক বন্ধ কিংবা সর্দির লক্ষ্মণ দেখা যায় ন। এই ভাইরাস সোজা শ্বাসযন্ত্রকে আক্রমণ করে, তাই শুকনো কাশির সঙ্গে ১০৪ ডিগ্রি জ্বর শরীরকে দুর্বল করে তোলে।
advertisement
5/7
বিশেষজ্ঞরা কিন্তু সতর্ক করছেন, সাধারণ জ্বর সর্দি কাশি থেকে কেবল উপসর্গের ভিত্তিতে কোভিডকে আলাদা ভাবে শনাক্ত করা অত্যন্ত কঠিন, ক্ষেত্র বিশেষে কার্যত অসম্ভব। ফলে জ্বর-সর্দি-কাশি হলেই চিকিৎসকের পরামর্শ নিন এই সময়।
advertisement
6/7
চিকিৎসকদের মতে যেহেতু এখন কার্যত ঘরে ঘরেই কোভিড সংক্রমণ দেখা যাচ্ছে তাই উপসর্গ মিলিয়ে ইনফ্লুয়েঞ্জা না কোভিড তা যাচাই করা অর্থ হীন। বরং কোভিড হয়েছে ধরে নিয়েই করতে হবে পরীক্ষা। পরীক্ষায় নেগেটিভ এলে তবেই প্রমাণিত হবে কোভিড নয়।
advertisement
7/7
এই সময় রয়েছে ম্যালেরিয়া ও ডেঙ্গু হওয়ার আশঙ্কাও। ফলে জ্বর হলে একেবারেই অবহেলা না করার পরামর্শ দিচ্ছেন শহরের চিকিৎসকেরা। জ্বর তিন দিনে না কমলে অবশ্যই কোভিড ১৯, ডেঙ্গু ও ম্যালেরিয়া পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন তাঁরা।