Health Tips: ট্যাবলেট-ক্যাপসুল তো আছেই, এই গাছের প্রতিটি পাতাই ক্যালসিয়াস-ভিটামিনের উৎস! কী গাছ জেনে আজই বাড়িতে আনুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Health Tips Calcium Multivitamin Source: শরীরের ভিটামিনের ঘাটতি মেটানোর পাশাপাশি এটি শরীরের হাড় ও দাঁত মজবুত করার পাশাপাশি শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়। রক্তের উৎপাদন বাড়ায় এবং রক্তাল্পতা এড়ায়।
advertisement
1/5

*মাল্টি ভিটামিন নাম শুনলে আমাদের মথায় যেটে প্রথমে আসে সেটে হল কোন মেডিসিন কিংবা ক্যাপসুল। তবে আজ যে মাল্টি ভিটামিন নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন তা আসলে কোন মেডিসিন কিংবা ক্যাপসুল নয়, তা আসলেই ঔষধি গুন সম্পন্ন একটি উদ্ভিদ। প্রতিবেদনঃ জুলফিকার মোল্যা।
advertisement
2/5
*এই উদ্ভিদে মিলবে ভিটামিন এ, ভিটামিন বি, সি সহ একাধিক পুষ্টিগুণ। এই মাল্টিভিটামিন গাছ যা সমৃদ্ধ পাতা সহ একটি মাঝারি আকারের ঝোপ বা গুল্ম জাতীয় গাছ, পোষকি নাম থাভাসি কেরাই। একটি মাল্টিভিটামিন গাছ যা বাড়িতে চাষ করা যেতে পারে।
advertisement
3/5
*আয়ুর্বেদ শাস্ত্রে, কারও ভিটামিনের ঘাটতি হলে এই মাল্টি ভিটামিন গাছের পাতা এবং বাকল ব্যবহার করা যেতে পারে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাটের কল বাড়ি এলাকায় এক সময়ের বায়ো সায়েন্সের ছাত্র অরবিন্দ মন্ডল বাড়িতেই রোপন করেছেন এই মাল্টিভিটামিন গাছ। পাশাপাশি গাছ থেকে কলম তৈরি করে বিক্রিও করছেন।
advertisement
4/5
*এটি শরীরের ভিটামিনের ঘাটতি মেটানোর পাশাপাশি এটি শরীরের হাড় ও দাঁত মজবুত করার পাশাপাশি শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়। রক্তের উৎপাদন বাড়ায় এবং রক্তাল্পতা এড়ায়।
advertisement
5/5
*এই গাছ মানুষের শরীর সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় সমস্ত ভিটামিন এবং খনিজ রয়েছে। এই গাছের পরিচর্যা তেমন প্রয়োজন হয় না। আংশিক ছায়ায়, গড়-মাঝারি আর্দ্রতা পরিবেশের চাষ করা যায়। Disclaimer: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: ট্যাবলেট-ক্যাপসুল তো আছেই, এই গাছের প্রতিটি পাতাই ক্যালসিয়াস-ভিটামিনের উৎস! কী গাছ জেনে আজই বাড়িতে আনুন