Health Tips: জল নয়! অল্প অল্প করে বিষ পান করছেন না তো? বিশেষজ্ঞরা বলছেন, বাঁচতে হলে এখুনি এই অভ্যাস ছাড়ুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Health Tips: জেনে বুঝে বিষ পান করার সমান! এই ভুলেই ক্যানসার থেকে কিডনি, সুগার নানা রকম সমস্যা দেখা দিতে পারে! জানুন
advertisement
1/5

শীতকে বিদায় দিয়ে সামনে আসেছে গরম কাল। আর এই গরম কালে আমাদের সবচেয়ে কাছের সঙ্গী হল জল আর এই জল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোলড্রিংসের বোতলেই জল খাওয়া ব্যবহার নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে গ্রীষ্মকালে শরীরের জল শুকিয়ে যাওয়ায় তৃষ্ণাও বেশি পায়। আর তখন সস্তার প্লাস্টিক বোতলে জল পান করাই বিপদ! গ্লাসে জল পান করার যুগ এখন অতীত। (তথ্য: সুমন সাহা)
advertisement
2/5
বাড়ির ফ্রিজে বা খাওয়ার টেবলে এখন শোভা পায় প্লাস্টিকের বোতল। মানুষ এখন প্লাস্টিকের বোতলে জল পান করতেই বেশি অভ্যস্ত। ব্যাগে বয়ে নিয়ে যাওয়ার পক্ষেও সুবিধা।(তথ্য: সুমন সাহা)
advertisement
3/5
কিন্তু জানেন কি, প্লাস্টিকের বোতল আপনার শরীরের কী মারাত্মক ক্ষতি করে চলেছে? জল নয়, বলা যেতে পারে, অল্প অল্প করে বিষ পান করছেন আপনি।(তথ্য: সুমন সাহা)
advertisement
4/5
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি বোতলে দিনের-পর-দিন জল পান করলে তাতে বৃদ্ধি পায় শরীরে ক্যানসারের আশঙ্কা।(তথ্য: সুমন সাহা)
advertisement
5/5
প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয় ‘বিসফেনল এ’ বা ‘বিপিএ’-সহ একাধিক উপাদান, যা দেহের জন্য বিষাক্ত। একই বোতলে জল পান করতে থাকলে, বোতল থেকে এই উপাদানগুলি শরীরে প্রবেশ করতে থাকে। এই উপাদানগুলি রক্তে মিশলে কিডনির সমস্যা তৈরি হতে পারে। প্লাস্টিকের বোতলে যদি গরম জল ভরা হয়, তবে আরও বৃদ্ধি পায় এই ঝুঁকি।(তথ্য: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: জল নয়! অল্প অল্প করে বিষ পান করছেন না তো? বিশেষজ্ঞরা বলছেন, বাঁচতে হলে এখুনি এই অভ্যাস ছাড়ুন