TRENDING:

কোমর হবে ছিপছিপে, পেট হবে নির্মেদ; শুধু এই পানীয়গুলোয় কয়েক চুমুক দিতেই হবে

Last Updated:
শরীরের এই অংশে মেদ তাড়াতাড়ি বাড়লেও কমতে অনেকটা সময় লেগে যায়
advertisement
1/7
কোমর হবে ছিপছিপে, পেট হবে নির্মেদ; শুধু এই পানীয়গুলোয় কয়েক চুমুক দিতেই হবে
বেলি ফ্যাটের সমস্যায় অনেকেই ভোগেন। শরীরের এই অংশে মেদ তাড়াতাড়ি বাড়লেও কমতে অনেকটা সময় লেগে যায়। বিভিন্ন ব্যায়াম, যোগ অভ্যাস করা হয় বেলি ফ্যাট কমাতে। কিন্তু তার সঙ্গে সঙ্গেই প্রয়োজন ডায়েটে নজর দেওয়া। মেদ কমাতে শরীর হাইড্রেট রাখা অত্য়ন্ত প্রয়োজন। তাই সকালেই হালকা উষ্ণ জল খাওয়া যেতে পারে। বেলি ফ্যাট কমাতে এর পাশাপাশি খাওয়া যেতে পারে এই পানীয়গুলিও-
advertisement
2/7
লেবু ও মধুর জল - উষ্ণ গরম জলে লেবু খেতে বহু মানুষ বলে থাকেন। এটি মেদ কমাতে সাহায্য করে। এতে অ্যান্টি-অক্সিড্যান্টস, পেকটিন ফাইবার ও ভিটামিন C থাকে যা টক্সিন বের করতে সাহায্য করে, মেটাবলিজম বাড়ায় ও হজমে সাহায্য করে। ফলে বেলি ফ্যাটও কমতে পারে।
advertisement
3/7
মেথি ভেজানো জল - মেথির একাধিক পুষ্টিগুণ রয়েছে। এটি সুগার নিয়ন্ত্রণ করে, লিভার ভালো রাখে ও মেটাবলিজম বাড়ায়। পাশাপাশি মেথি শরীরের তাপমাত্রা বাড়ায়। যা ওজন কমাতে সাহায্য করে। খালি পেটে মেথি ভেজানো জল খেতে মেদ কমতে পারে।
advertisement
4/7
জিরে ভেজানো জল - জিরেও মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এতে ক্যালোরির মাত্রা কম থাকে। ফলে খিদে মেটায়। মেদ কমায়। খালি পেটে এই জল খেলে ওজন কমতে পারে, বেলি ফ্যাট কমতে পারে।
advertisement
5/7
গ্রিন টি ও পুদিনা - গ্রিন টি ও পুদিনা এই দুই উপকরণেই প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টস উপাদান থাকে। এই দুই দিয়ে পানীয় বানিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করবে। হজমের সমস্যা দূর হবে, পেটের সমস্যা দূর হবে এবং সেখান থেকেও শরীর সুস্থ থাকার সম্ভাবনা থাকবে। পেট ভালো থাকলে ওজনও নিয়ন্ত্রণ করা যেতে পারে। সঙ্গে বেলি ফ্যাটও কমতে পারে।
advertisement
6/7
আদা ও লেবুর জল - ওজন কমাতে আদা ও লেবুর জল খুবই কাজে দেয়। শুধু তাই নয়, শরীর তরতাজা রাখতেও সাহায্য করে। সিডেটিভ, অ্যানালজেসিক, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-অক্সিড্যান্টস থাকায় এই পানীয় খেলে বেলি ফ্যাট কমে।
advertisement
7/7
এই পানীয়গুলি ওজন নিয়ন্ত্রণ করা, বেলি ফ্যাট কমানোর পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। ফলে সহজে কোনও রোগ কাবু করতে পারে না এবং শরীর সব দিক থেকে সুস্থ থাকে!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
কোমর হবে ছিপছিপে, পেট হবে নির্মেদ; শুধু এই পানীয়গুলোয় কয়েক চুমুক দিতেই হবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল