Health Tips: করলার 'ছোট ভাই' কিন্তু অনেক বেশি উপকারী! মাত্র ১৫ দিনের জন্য পাওয়া যায় এই সবজি, অনেকেই জানেন না!
- Published by:Teesta Barman
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Health Tips: আয়ুর্বেদিক চিকিৎসক ডা. উমেশ শর্মা জানান যে, করলার মতো দেখতে এই সবজিটি স্বাস্থ্যের জন্য করলার চেয়েও বেশি উপকারী।
advertisement
1/9

আজকাল বাজারে এমন একটি সবজি পাওয়া যাচ্ছে যা দেখতে আকারে হুবহু করলার মতো। এর নামের সঙ্গেও কিছুটা করলার মিল রয়েছে। এটি স্বাস্থ্যের জন্য এতটাই উপকারী যে এই সবজিটি করলাকেও হার মানাবে।
advertisement
2/9
স্থানীয় মানুষরা একে ‘করলার ছোট ভাই’ও বলেন। এই সবজিটি বাজারে মাত্র ১৫ দিন বা এক মাসের বেশি পাওয়া যায় না।
advertisement
3/9
এই মরশুমে আমরা প্রায়ই করলার সবজি খাই। কিন্তু অনেকেই হয়তো করলার ছোট ভাই মুরেলা খাননি। যদি না খেয়ে থাকেন তাহলে আজ এই সবজি সম্পর্কে জেনে নেওয়া যেতে পারে।
advertisement
4/9
কারণ এই মুরেলা বাজারে মাত্র কয়েকদিনই দেখতে পাওয়া যায়। এমনকি অনেকে এটি সম্পর্কে পুরোপুরি সচেতনও নন। মুরেলা, করলারই ছোট রূপ, এই সবজিটি মূলত বর্ষাকালেই বাজারে আসে।
advertisement
5/9
অনেকেই এই সবজি এবং এর বিশেষত্ব সম্পর্কে জানেন না। আসলে এই সবজিটির নামও শোনেননি এমনও অনেকেই রয়েছেন। এটি দেখতে একেবারেই করলার মতো।
advertisement
6/9
তবে মুরেলার স্বাদ করলার চেয়ে বেশি তেতো এবং এর আকৃতি হুবহু করলার মতো। এমনটাও বিশ্বাস করা হয় যে, মুরেলা করলার থেকেও বেশি কার্যকরী এবং রোগ নির্মূল করতে সহায়ক।
advertisement
7/9
মুরেলা সম্পর্কে সবজি ব্যবসায়ীরা বলেন যে, এটি খুবই ভাল ও উপকারী সবজি। প্রাকৃতিক ভাবে এটি মূলত বর্ষাকালেই জন্মায়। এই সবজি বর্ষাকালে বাজারে প্রচুর পরিমাণে জন্মায়। এর সবজিও হুবহু করলার মতো তৈরি করা হয়।
advertisement
8/9
বনাঞ্চলে জন্মানো এই সবজিটি এক অর্থে ভেষজ। প্রতি বছর বাজারে এর দাম কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত দরে বিক্রি হয়। আয়ুর্বেদিক চিকিৎসক ডা. উমেশ শর্মা জানান যে, করলার মতো দেখতে এই সবজিটি স্বাস্থ্যের জন্য করলার চেয়েও বেশি উপকারী।
advertisement
9/9
এই মুরেলা শরীরের অনেক ধরনের রোগকে মূল থেকে নিরাময় করে। এই সবজি খেলে পেট গরম ও জ্বরের মতো রোগ হয় না। দৃষ্টিশক্তি বাড়াতেও কার্যকরী এই মুরেলা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: করলার 'ছোট ভাই' কিন্তু অনেক বেশি উপকারী! মাত্র ১৫ দিনের জন্য পাওয়া যায় এই সবজি, অনেকেই জানেন না!