TRENDING:

Health Tips: রোজ খালি পেটে ১টি পাতা ভেজানো এককাপ সাদা জল! অম্বল-বদহজমের ইতি, একদিনেই হাতেনাতে ফল

Last Updated:
Health Tips: বাড়ির রান্নায় ফোড়ন হিসাবে তেজপাতার ব্যবহার হয়ে আসছে দীর্ঘ সময় ধরে। অ্যারোমাথেরাপিতে ব্যবহারের পাশাপশি তেজপাতার রয়েছে আরও অনেক গুণাগুণ।
advertisement
1/7
রোজ খালি পেটে ১টি পাতা ভেজানো এককাপ জল! অম্বল-বদহজমের ইতি, একদিনেই হাতেনাতে ফল
*বাড়ির রান্নায় ফোড়ন হিসাবে তেজপাতার ব্যবহার হয়ে আসছে দীর্ঘ সময় ধরে। অ্যারোমাথেরাপিতেও এই পাতা ব্যবহারের চল রয়েছে দীর্ঘ সময় ধরে।
advertisement
2/7
*অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, তেজপাতার রয়েছে অনেক গুণাগুণ। রোগ প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতেও তেজপাতার ভূমিকা রয়েছে।
advertisement
3/7
*সিনেয়োল এবং ইউজেনল নামক দুটি উপাদান রয়েছে তেজপাতায়। তাই অম্বলের ধাত থাকলে সকালে তেজপাতা ভেজানো জল খেলে দারুণ উপকার পাওয়া যায়।
advertisement
4/7
*শরীরে জমা টক্সিন দূর করতে সাহায্য করে তেজপাতা। ফলে লিভারের কার্যক্ষমতা উন্নত হয় অনেকটাই। রক্তে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে করে।
advertisement
5/7
*রক্তে ইনসুলিন হরমোনের উৎপাদন এবং ক্ষরণও নিয়ন্ত্রণ করে তেজপাতা। রক্তে শর্করা বেড়ে যাওয়ার প্রবণতা থাকলে সকালে তেজপাতা জল খান।
advertisement
6/7
*তেজপাতায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট। এটি শরীরের নানা কাজকর্ম সঠিক ভাবে পরিচালনা করে। এছাড়াও ভিটামিন-C ত্বক এবং চুলের সমস্যার সমাধান করে।
advertisement
7/7
*ফাইবারের অন্যতম প্রাকৃতিক উৎস হল তেজপাতা। জলের সঙ্গে মিশলে তা আরও সহজপাচ্য হয়ে ওঠে। অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখা থেকে বিপাকহার উন্নত করে এটি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: রোজ খালি পেটে ১টি পাতা ভেজানো এককাপ সাদা জল! অম্বল-বদহজমের ইতি, একদিনেই হাতেনাতে ফল
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল