Health tips: গ্যাসের ব্যথা নাকি হার্ট অ্যাটাক? হঠাৎ বুকে ব্যথার কারণ দ্রুত বুঝবেন কী ভাবে, বলছেন বিশেষজ্ঞরা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Health tips: বুকে ব্যথা হার্ট অ্যাটাকের অন্যতম উপসর্গ। কিন্তু অনেকেই সেই বুকে ব্যথা আসলে গ্যাসের ব্যথা, বা অ্যাসিডিটির ফলাফল এসব ধরে নেন।
advertisement
1/9

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এক গবেষণা বলছে, গত ২০ বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশই হল ৪০ এর নীচে। কিন্তু হার্ট অ্যাটাক বা হার্টের অসুখের উপসর্গ বুঝতেই অনেকটা সময় লেগে যায়।
advertisement
2/9
বুকে ব্যথা হার্ট অ্যাটাকের অন্যতম উপসর্গ। কিন্তু অনেকেই সেই বুকে ব্যথা আসলে গ্যাসের ব্যথা, বা অ্যাসিডিটির ফলাফল এসব ধরে নেন। আর এতেই বিপত্তি বাড়ে।
advertisement
3/9
হয়তো পেট ভরে খেয়ে ওঠার পরেই বুকে চিনচিন করে ব্যথা শুরু হল। অনেকেই বুঝে উঠছে পারেন না এটি গ্যাসের ব্যথা নাকি হৃদযন্ত্রে সমস্যা।
advertisement
4/9
অ্যাসিডিটি হয়ে বুক জ্বালা করা আর হার্ট অ্যাটাক হওয়া-এই দুটির উপসর্গের মধ্যেই মিল রয়েছে বহু। কিন্তু বলাই বাহুল্য, হার্ট অ্যাটাক ভয়ানক রূপ নিতে পারে। আর্টারি ব্লকের জন্য হার্ট অ্যাটাক হয়ে থাকে।
advertisement
5/9
অন্যদিক হজমের সমস্যা হলে যখন ডাইজেস্টিভ অ্যাসিড টিউবের মধ্যে ঢুকতে থাকে তখন বুক জ্বালা হয়। কিন্তু কোনটা হার্ট অ্যাটাক আর কোনটা গ্যাসের ব্যথা এটা বুঝতেই সময় চলে যায় অনেকটা।
advertisement
6/9
হার্ভার্ট হেলথ পাবলিশিং এর মতে বুকের হাড় থেকে যে ব্যথা শুরু হয় সেটা সাধারণত অ্যাসিডিটির কারণে। কিন্তু যখন বুকের একেবারে মাঝখানে ব্যথা ও অস্বস্তি শুরু হয় সাবধান হোন। কয়েক মিনিটের জন্য এই চাপ, অস্বস্তি, বা ব্যথা হয়। থেমে গেলেও পরেও আবার হয়। এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।
advertisement
7/9
তবে যে কোনও ধরনের ব্যথা হলেই ফেলে না রেখে আগে চিকিৎসকের পরামর্শ নিন। বুকে ব্যথা ছাড়াও আরও কিছু উপসর্গ আছে। যেমন, বুকে চাপ, হাতে ব্যথা, ঘাড়ের পিছনে ব্যথা, চোয়ালে ব্যথা ইত্যাদিও হলেও চিকিৎসকের কাছে যান।
advertisement
8/9
এছাড়া বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা ঘোরা, হঠাৎ শীত করার মতো উপসর্গ এড়িয়ে যাবেন না। অনেক সময়ে অতিরিক্ত হজমের সমস্যা বা অ্যাসিডিটি থেকেও হার্টে সমস্যা দেখা যায়। হঠাৎ গ্যাস হয়ে গিয়ে পেটে ব্যথা, বমির মতো উপসর্গও বিপজ্জনক।
advertisement
9/9
হার্ট অ্যাটাকের বুকে ব্যথা বা হজমের গোলমাল থেকে বুকে ব্যথা। দুটির পার্থক্য প্রথমটায় বোঝা মুশকিল। কিন্তু এই উপসর্গগুলি খেয়াল রাখা দরকার যেমন- শ্বাসকষ্ট হওয়া, ঠান্ডা ঘাম বা উদ্বেগ, হঠাৎ খুব বুকে ব্যথা, অ্যাসিডিটির ওষুধ খাওয়ার পরেও ব্যথা না যাওয়া।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health tips: গ্যাসের ব্যথা নাকি হার্ট অ্যাটাক? হঠাৎ বুকে ব্যথার কারণ দ্রুত বুঝবেন কী ভাবে, বলছেন বিশেষজ্ঞরা