TRENDING:

Tooth Health Tips: কতদিন পরপর ব্রাশ বদল করা উচিত জানেন তো? 'এই' ছোট্ট ভুলে অকালে শেষ হয়ে যেতে পারে দাঁত! সতর্ক করলেন খোদ বিশেষজ্ঞ

Last Updated:
Tooth Health Tips: ডেন্টাল সার্জারি বিশেষজ্ঞ ডা. আশিস ভূষণ বলেন, শিশু ও প্রাপ্তবয়স্কদের দাঁতের সমস্যার প্রধান কারণ হচ্ছে সঠিক ভাবে দাঁত পরিষ্কার না করা।
advertisement
1/8
কতদিন পরপর ব্রাশ বদল করা উচিত জানেন? এই ছোট্ট ভুলে অকালে শেষ হয়ে যেতে পারে দাঁত!
Teeth Care: দাঁত আমাদের মুখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। খাবার খাওয়ার পাশাপাশি এর উপস্থিতি আমাদের হাসিকে বহুগুন বাড়িয়ে দেয়। এমন পরিস্থিতিতে দাঁতের যত্ন নেওয়া খুব জরুরি।
advertisement
2/8
Teeth Care: কনৌজের ডেন্টাল সার্জন জানান, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রায় সকলেই দাঁতের যত্ন নিতে গিয়ে একটি ভুল করেন, এর কারণে তাঁদের দাঁতে সমস্যা শুরু হয়। এটি ভবিষ্যতে আরও বড় সমস্যায় পরিণত হতে পারে। কেবলমাত্র সতর্ক থাকার মাধ্যমে দাঁতের ক্ষতিকারক রোগ নিয়ন্ত্রণ করা যায়।
advertisement
3/8
Teeth Care: ডেন্টাল সার্জারি বিশেষজ্ঞ ডা. আশিস ভূষণ বলেন, শিশু ও প্রাপ্তবয়স্কদের দাঁতের সমস্যার প্রধান কারণ হচ্ছে সঠিক ভাবে দাঁত পরিষ্কার না করা। সঠিক সময়ে ও সঠিক ভাবে দাঁত পরিষ্কার করা হলে দাঁতে কোনও সমস্যা হবে না।
advertisement
4/8
Teeth Care: দাঁতে কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের কাছে দেখানো উচিত। কোনও ঘরোয়া প্রতিকার ব্যবহার করা উচিত নয়। শিশু হোক বা প্রাপ্তবয়স্ক, রাতের খাবারের পর অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। সময়মতো টুথব্রাশও বদলাতে হবে।
advertisement
5/8
Teeth Care: দাঁতের যত্ন- বিশেষজ্ঞরা বলছেন, দাঁত নিয়ে নানা ধরনের অসাবধানতা অবলম্বন করা হয়। যেমন, খাওয়ার পর দাঁত ঠিকমতো পরিষ্কার না করলে দাঁতের মাঝে খাবার আটকে যায়, যা কিছুক্ষণ পর স্লো-পয়জনে রূপ নিতে শুরু করে।
advertisement
6/8
Teeth Care: এই ময়লা দাঁতের সাহায্যে পাকস্থলীতে প্রবেশ করে এবং এই পচা খাবার পাকস্থলীতে প্রবেশ করে নানা ধরনের রোগের সৃষ্টি করে। গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি নানা সমস্যা হতে পারে। এমনকি পাকস্থলীর ক্যানসারের সমস্যাও দেখা দেয় এর কারণে। পরিবারের সদস্যদের মধ্যে শিশুদের দাঁতের বিশেষ যত্ন নেওয়া উচিত।
advertisement
7/8
Teeth Care: সঠিক সময়ে টুথব্রাশ পরিবর্তন করা- শিশু হোক বা প্রাপ্তবয়স্ক, সময়ে সময়ে টুথব্রাশ পরিবর্তন করা উচিত। এটি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা উচিত নয়। তিন থেকে ছয় মাসের ব্যবধানে টুথব্রাশ পরিবর্তন করতে হবে। একইসঙ্গে একজনকে দিনে অন্তত দুবার ব্রাশ করার অভ্যাস গড়ে তুলতে হবে।
advertisement
8/8
Teeth Care: রাতে খাবার খাওয়ার পর ব্রাশ করা খুবই জরুরি, কারণ ব্রাশ করার পর দাঁতের মাঝখানে আটকে থাকা খাবার উঠে যায়। সঠিক ভাবে ব্রাশ করা না হলে এই খাবার দাঁতের মাঝে আটকে যায় এবং পচন ধরে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tooth Health Tips: কতদিন পরপর ব্রাশ বদল করা উচিত জানেন তো? 'এই' ছোট্ট ভুলে অকালে শেষ হয়ে যেতে পারে দাঁত! সতর্ক করলেন খোদ বিশেষজ্ঞ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল