Healthcare: সক্কাল সক্কাল খালি পেটে গরম জলে ঘি মিশিয়ে খান, ব্যাস! ফলাফল দেখে চমকে যাবেন, অনেকেই জানেন না!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Ghee Mixed With Warm Water: সকালে ঘুম থেকে উঠে অনেকেই খালি পেটে গরম জল পান করেন। সেই গরম জলের সঙ্গে সামান্য ঘি মিশিয়ে পান করলে উপকার পাওয়া যাবে অনেক।
advertisement
1/6

সকালে ঘুম থেকে উঠে অনেকেই খালি পেটে গরম জল পান করেন। সেই গরম জলের সঙ্গে সামান্য ঘি মিশিয়ে পান করলে বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান হবে।
advertisement
2/6
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, গরম জলে সামান্য ঘি মিশিয়ে পান গ্যাস, বদহজম, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমতে পারে সহজেই।
advertisement
3/6
হালকা গরম জলে অল্প একটু ঘি মিশিয়ে পান করলে পারলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে ভাইরাল সংক্রমণ, ফ্লু, অন্যান্য রোগ প্রতিরোধ হয় সহজেই।
advertisement
4/6
ঘি মেশানো গরম জল ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলে সহজে ওজন নিয়ন্ত্রণে থাকে। এই পানীয় খিদের প্রবণতাকে নিয়ন্ত্রণ করে। ফলে শরীরে ফ্যাট কম জমে।
advertisement
5/6
ঘি-এর মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান জয়েন্ট ফুলে যাওয়া, জয়েন্টে ব্যথা কমাতে সাহায্য করে। নিয়মিত পানে আর্থারাইটিস ব্যথা কমে অনেকটা।
advertisement
6/6
ঘি-এর মধ্যে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন। এই দুই উপাদান চুল ও ত্বকের জন্য খুবই উপকারী। ফলে ত্বক উজ্জ্বল, পরিচ্ছন্ন এবং চুলের স্বাস্থ্যের উন্নতি হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: সক্কাল সক্কাল খালি পেটে গরম জলে ঘি মিশিয়ে খান, ব্যাস! ফলাফল দেখে চমকে যাবেন, অনেকেই জানেন না!