Gargling: ঠান্ডা লাগা, গলা খুসখুস করলেই গার্গল করছেন? উপকার অনেক, তবু সাবধান! ১ গ্লাস জলে কতটা নুন দিচ্ছেন? ভুলভাবে করলেই বড় সর্বনাশ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Gargling With Salt Water: গার্গল করার এক নয়, একাধিক উপকারিতা রয়েছে। একথা এক বাক্যে স্বীকার করেছেন চিকিত্সকরাও। তবে গার্গল করার বেশ কিছু বিধিও রয়েছে।
advertisement
1/12

সর্দি হয়েছে? ঠান্ডা লেগেছে? গলা খুসখুস? সহজ দাওয়াই নুন জলে গার্গল। বেশিরভাগ সকলেই ঠান্ডা লাগলে গরম নুন জলে গার্গল করে থাকেন।
advertisement
2/12
অতি প্রাচীন এই চিকিত্‍সা আজও সমানভাবে প্রাসঙ্গিক। খুব দ্রুত আরামও মেলে ঠান্ডা লাগায়। গলা ব‍্যথা হলেও বাড়ির বড়রা পরামর্শ দেন গার্গল করার।
advertisement
3/12
গার্গল করার এক নয়, একাধিক উপকারিতা রয়েছে। একথা এক বাক‍্যে স্বীকার করেছেন চিকিত্‍সকরাও। তবে গার্গল করার বেশ কিছু বিধিও রয়েছে।
advertisement
4/12
লখনউয়ের সরকারি আয়ুর্বেদ কলেজের ডাঃ সর্বেশ কুমার জানালেন ভুলভাবে গার্গল করলে হতে পারে বড় সর্বনাশ। তাই সবকটি নিয়ম সঠিকভাবে মেনে তবেই গার্গল করা উচিত।
advertisement
5/12
গলা ব্যথা উপশম করে: চিকিত্সকদের মতে, নুন জলে গার্গল করা গলা ব‍্যথার জন‍্য খুবই উপকারী। গলা ব্যথা, ফোলাভাব থেকে মুক্তি দেয়। লবণ ব্যাকটেরিয়া মারতে এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।
advertisement
6/12
সাইনোসাইটিসের ক্ষেত্রেও কার্যকর: নুন জলে গার্গল করলে সাইনোসাইটিসের উপসর্গ যেমন নাক বন্ধ, মাথাব্যথা এবং মুখের ব্যথা থেকে উপশম মেলে। নুন অনুনাসিক প্যাসেজ পরিষ্কার করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে।
advertisement
7/12
মুখের ঘা সারায়: বিশেষজ্ঞদের মতে, লবণ জলে গার্গেল মুখের ঘা সারাতেও সাহায্য করতে পারে। ব্যথা কমাতেও কার্যকর। সারাদিনে কয়েকবার গার্গলিং করতে হবে।
advertisement
8/12
দাঁতের ব্যথা এবং নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে: গার্গেল দাঁতের ব্যথা থেকে মুক্তি দিতেও সাহায্য করে। লবণ দাঁতের চারপাশের টিস্যুকে প্রশমিত করে এবং ব্যথা কমায়। পাশাপাশি, ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করে।
advertisement
9/12
গলা খুসখুস, ফোলাভাব: চিকিৎসক জানালেন গলা খুসখুস করা বা ফোলাভাবের ক্ষেত্রেও অত‍্যন্ত কার্যকরী গার্গল করা। চটজলদি মিলবে স্বস্তি।
advertisement
10/12
তবে গার্গলের সঠিক বিধি জেনে নেওয়া খুব জরুরী। ডাঃ সর্বেশ কুমার জানালেন ১ গ্লাস গরম এক চামচ নুন মিশিয়ে গার্গল করতে হবে। জল নিয়ে গলায় কমপক্ষে গার্গলিং করা প্রয়োজন।
advertisement
11/12
এইভাবে গার্গল করলেই মিলবে উপকার। দিনে দুবার লবণ দিয়ে গার্গল করাই যথেষ্ট। তবে, যদি সমস্যাটি গুরুতর হয় তবে আরও কয়েকবার করা যেতে পারে।
advertisement
12/12
তবে গার্গল করার আগে চিকিত্‍সকের পরামর্শ নেওয়াও জরুরি। কোনও শারীরিক সমস‍্যার ক্ষেত্রে গার্গল করার আগে সতর্ক হওয়া প্রয়োজন। গার্গল করতে গিয়ে কোনও সমস‍্যা বোধ করলে তখুনি থেমে যান। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gargling: ঠান্ডা লাগা, গলা খুসখুস করলেই গার্গল করছেন? উপকার অনেক, তবু সাবধান! ১ গ্লাস জলে কতটা নুন দিচ্ছেন? ভুলভাবে করলেই বড় সর্বনাশ