Health Benefits of Lettuce: ধনে-পুদিনা ছেড়ে এই সবুজ 'পাতা' খান, লোহার মতো শক্ত হবে হাড়! আয়রনের খনি...! হুহু করে কমবে ওজন, কোলেস্টেরল
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Health Benefits of Lettuce: ধনে-পুদিনা পাতার উপাকারিতা অনেক। তা সকলেই আমরা কমবেশি খেয়ে থাকি। কিন্তু জানেন কি ফাস্ট ফুডে ব্যবহার হওয়া লেটুসপাতাতেও রয়েছে খুব উপকারিতা।
advertisement
1/9

ধনে-পুদিনা পাতার উপাকারিতা অনেক। তা সকলেই আমরা কমবেশি খেয়ে থাকি। কিন্তু জানেন কি ফাস্ট ফুডে ব‍্যবহার হওয়া লেটুসপাতাতেও রয়েছে খুব উপকারিতা।
advertisement
2/9
লেটুসপাতায় রয়েছে নানা রকম ভিটামিন। তবে, একেবারেই কম ক্যালরি। পুষ্টিবিদ রচনা ছাচ্চি লেটুসের উপকারিতা নিয়ে কথা বলেছেন-
advertisement
3/9
ফাইবার: আঁশযুক্ত খাবার দেহের জন্য উপকারী। এটি হজমও হয় দ্রুত। লেটুস একটি আঁশযুক্ত সবজি। এতে অতি অল্প পরিমাণ কোলেস্টরেল রয়েছে এবং হৃদযন্ত্রের জন্য উপকারী।
advertisement
4/9
ভিটামিন 'এ' : বিস্ময় বোধ করছেন? কিছু লেটুসের জাত রয়েছে যাতে প্রচুর পরিমাণে ভিটামিন 'এ' রয়েছে। বিপাকক্রিয়ায় এর ভূমিকা অপরিহার্য। তাছাড়া এই পুষ্টি উপাদানকে বলা হয় অ্যান্টি-অক্সিডেন্ট। ভিটামিন ‘এ’র অন্যান্য গুণের কথা সবাই জানেন।
advertisement
5/9
আয়রন: সব ধরনের সবুজ পাতার সবজিতে কিছু না কিছু আয়রন রয়েছে। নারীদের ঋতু চলাকালে যে রক্ত বের হয়ে যায়, সে সময় আয়রনের প্রয়োজন হয়। গর্ভবতী অবস্থাতেও আয়রনের প্রয়োজন পড়ে। তাই খাবারের সঙ্গে পছন্দমতো উপায়ে লেটুস ব্যবহার করুন।
advertisement
6/9
প্রোটিন: খুব অল্প পরিমাণ প্রোটিন থাকলেও প্রতিদিন পেতে লেটুস একটি উপায় হতে পারে। প্রোটিন দেহের পেশি গঠনে মূল ভূমিকা রাখে। তাই সালাদে শিমের বিচির সঙ্গে লেটুস ব্যবহার করলে প্রচুর প্রোটিন পাবেন।
advertisement
7/9
ক্যালসিয়াম: এই উপাদানটিও খুব বেশি থাকে না। তবুও নিয়মিত ক্যালসিয়াম পেতে পারেন লেটুস থেকে। হাড় এবং দাঁতের গঠনে ক্যালসিয়ামের বিকল্প নেই। অন্যান্য ক্যালসিয়ামপূর্ণ খাবারের সঙ্গে লেটুস মেশাতে পারেন।
advertisement
8/9
'বি'র সব ভিটামিন: ভিটামিন ‘বি’র বিভিন্ন ধরন রয়েছে। এগুলো ভিন্ন ভিন্ন খাবারের উৎস থেকে আসে। বিশেষ করে মাংসে পাওয়া যায়। কিন্তু লেটুসে কয়েক ধরনের ভিটামিন 'বি' রয়েছে। তাই লেটুস খেতে পারেন।
advertisement
9/9
পটাসিয়াম: এই উপাদানটি রক্তের জন্য উপকারী। রক্তে পটাসিয়ামের পরিমাণ অতিমাত্রায় কমে গেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। লেটুসপাতা থেকে যথেষ্ট পরিমাণ পটাসিয়াম পাওয়া যায়। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Benefits of Lettuce: ধনে-পুদিনা ছেড়ে এই সবুজ 'পাতা' খান, লোহার মতো শক্ত হবে হাড়! আয়রনের খনি...! হুহু করে কমবে ওজন, কোলেস্টেরল