Health Tips: পেট কিছুতেই পরিষ্কার হয় না? ইরিটেবল বাওয়েল সিনড্রোম-এ ভুগছেন না তো?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
পেট কিছুতেই পরিষ্কার হয় না। (Health Tips)
advertisement
1/7

ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে মনে পড়ে? হিন্দি ছবি 'পিকু'তে অমিতাভ বচ্চনের অভিনীত চরিত্র ছিল সেটি। দিল্লি থেকে কলকাতায় ফেরার সময়ে গাড়ির মাথায় চেয়ার চাপিয়ে যেতে হয়েছিল তাঁকে। কারণ বাওয়েল মুভমেন্ট সমস্যায় ভুগতেন ভাস্কর। পেট কিছুতেই পরিষ্কার হয় না। (Health Tips)
advertisement
2/7
খুঁজলেই দেখা যাবে যে, আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের শিকার অনেকেই। আইবিএস বা টেবল বাওয়েল সিনড্রোম কী? বিশেষজ্ঞদের মতে, খাদ্যনালী, নার্ভ-সহ সার্বিক ভাবে গোটা শরীরের সব কিছুই নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। সেখান থেকেই সিগনাল আসে ও তার ফলে বাওয়েল মুভমেন্ট হয় দ্রুত। তার পরেই আসে মলত্যাগের বেগ। কিন্তু এই সিগনালিংয়েই ফাংশনাল সমস্যা থাকলে তৈরি হয় আইবিএস।
advertisement
3/7
সমীক্ষায় উঠে এসেছে, পেটের সমস্যা বা 'ইরিটেবল বাওয়েল সিনড্রোম'-এর মূল কারণ লুকিয়ে আছে কিছু খাবারদাবারে। এর মধ্যে রয়ে দুধ, চিজ, বিশেষ ধরণের ডাল, গম, বিস্কুট, রুটি, পাউরুটি, রাই, কৃত্রিম মিষ্টির খাবার এবং কোলা জাতীয় পানীয়।
advertisement
4/7
কী ভাবে এই রোগের হাত থেকে বাঁচা যাবে? প্রায়শই পেটব্যথা, ক্র্যাম্প, লাগাতার হজমের সমস্যা, কখনও কোষ্ঠকাঠিন্য এর পরেই ডায়রিয়া, বদহজম— এইসব সমস্যা দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। পেটের অন্যান্য কিছু অসুখেও একই ধরণের উপসর্গ দেখা যায়। কমপ্লিট ব্লাড কাউন্ট, মলপরীক্ষা, কোলনোস্কোপি, এন্ডোস্কোপির মতো কিছু নির্দিষ্ট পরীক্ষা করানো হয়। তাতে বোঝা যায়, এই অসুখ আছে কিনা। তার পরই আইবিএস-এর চিকিৎসা শুরু হয়।
advertisement
5/7
এই অসুখের সুনির্দিষ্ট কারণ জানা না থাকলেও, দেখা গিয়েছে যাঁরা দীর্ঘদিন এই সমস্যায় ভুগছেন তাঁদের ৪০–৬০ শতাংশ অবসাদ, দুশ্চিন্তা, উদ্বেগ বা মানসিক চাপের মধ্যে থাকেন। আইবিএস-এ কোলন বা অন্ত্র মস্তিষ্ককে ভুল খবর পাঠায় বলেই গোলমাল হয়। এই অসুখের অন্য নাম স্প্যাসটিক বা ইরিটেবল কোলন।
advertisement
6/7
সঠিক চিকিৎসা ও জীবনযাত্রায় কিছু বদল এনে রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। খাবারের ব্যাপারে বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরি।
advertisement
7/7
দুধ ও গম জাতীয় খাবার খেলে পেটব্যথা বাড়ে। এ ছাড়া এক এক জনের এক এক রকম খাবারে সমস্যা হতে পারে। কারও পোস্ত খেলে সমস্যা হয়, কারও আবার নারকেল, চিনি, মুসুর ডাল। খেয়াল রেখে সেই খাবার বন্ধ রাখতে হবে। এ ছাড়া ক্যাফিন ও কোলা জাতীয় পানীয় বাদ দিলে ভালো। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করা জরুরি। প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: পেট কিছুতেই পরিষ্কার হয় না? ইরিটেবল বাওয়েল সিনড্রোম-এ ভুগছেন না তো?