Health Tips: মাংস খেয়ে শেষে কটমটিয়ে হাড় চেবান? এতে আপনার শরীরে কী হচ্ছে জানলে মাথা ঘুরে যাবে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Health Tips: অনেকে মাংস খাওয়ার পর শেষ পাতে হাড়গুলি মজা করে চিবিয়ে খায়। এর ফলে শরীরে কী হচ্ছে জানেন? রইল ডাক্তারের মতামত।
advertisement
1/8

মুরগির মাংসের হাড় বা মজ্জা চিবিয়ে খান? বা খেয়ে এসেছেন বহু বছর ধরে। জানেন এর ফলে ভবিষ্যতে কী চরম বিপদে পড়তে হবে আপনাকে?
advertisement
2/8
না জেনে বুঝে আপনার সন্তানকেও খাইয়ে কী সর্বনাশটাই না ডেকে আনছেন!
advertisement
3/8
বাইরে থেকে দেখে বুঝতেই পারবেন না যে এই হাড়ের মধ্যে লুকিয়ে আছে মানব দেহের জন্য বড় বিপদ। জানেন মানব শরীরের জন্য কতটা ভয়ংকর ক্ষতিকর মুরগির মাংসের হাড় বা হাড়ের মজ্জা। এই হাড় বা মজ্জার সঙ্গে আপনার পেটে কি ঢুকছে জানলে ভয় হবে।
advertisement
4/8
ভুলেও যা খেয়েছেন খেয়েছেন আজ থেকেই একেবারে বন্ধ করুন খাওয়া। শুধু ভারতে নয় বিপদের হাতছানি দেখে কড়া ভাবে সতর্ক করছে বিদেশের বৈজ্ঞানিকরাও।
advertisement
5/8
মুরগির মাংসের হাড় চিবিয়ে খাওয়া একেবারেই উচিত নয়। এ প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক জে এন হালদার কড়া ভাবে সতর্ক করছেন।
advertisement
6/8
তিনি বলছেন, মানুষের মধ্যে সচেতনতা প্রয়োজন নইলে ভয়ংকর বিপদ ভবিষ্যতে। মুরগির মাংসের হাড় বড় থেকে বাচ্চা সবাই খেতে পছন্দ করে।
advertisement
7/8
অনেকে মাংস খাওয়ার পর শেষ পাতে হাড়গুলি মজা করে চিবিয়ে খায়। মুরগির মাংসের হাড় মানবদেহের নানান রোগের সৃষ্টি করছে।
advertisement
8/8
চিকিৎসক জানান, মারণরোগ ক্যানসার-সহ আরও বড় বড় সাতটি রোগের সৃষ্টি করে। কৃত্রিম উপায়ে মুরগি চাষের ফলে এই ধরনের রোগের সৃষ্টি করছে! ফলে হাড় চিবিয়ে খাওয়া বন্ধ করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: মাংস খেয়ে শেষে কটমটিয়ে হাড় চেবান? এতে আপনার শরীরে কী হচ্ছে জানলে মাথা ঘুরে যাবে!