Health Tips: কাশতে কাশতে মনে হচ্ছে মরে যাবেন? এই 'শুঁঠ' খেলে কাশি কমবেই! জানুন ডাক্তারের মত
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Health Tips: শীতের শুরুতেই গলা খুসখুস, ঢোক গিলতে সমস্যা, কথা বলতে গেলেই গলায় অস্বস্তি দেখা দিচ্ছে ঘরে ঘরে। কী করবেন? রইল ডাক্তারের পরামর্শ।
advertisement
1/9

ইতিমধ্যে সন্ধে নামতেই শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। শীতের শুরুতেই গলা খুসখুস, ঢোক গিলতে সমস্যা, কথা বলতে গেলেই গলায় অস্বস্তি দেখা দিচ্ছে ঘরে ঘরে।
advertisement
2/9
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, ঘন ঘন ওষুধ ব্যবহার করেও খুব একটা লাভ হচ্ছে না। শীতে সর্দি-কাশির প্রকোপ ঠেকাতে ভরসা রাখতে পারেন আদা শুঁঠের উপর।
advertisement
3/9
আদা রোদে শুকিয়ে, গুঁড়ো করে নিলে সহজেই তৈরি করা যায় এই আদা শুঁঠ। আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করতে এই আদা শুঁঠের ব্যবহার রয়েছে অনেকটাই।
advertisement
4/9
রাতে ঘুমনোর আগে দুধের সঙ্গে মিশিয়ে, সকালে খালিপেটে হালকা গরম জলে লেবুর রস ও মধুর সঙ্গে মিশিয়ে। এছাড়া চায়ের সঙ্গে মিশিয়েও পান করা যেতে পারে আদা শুঁঠ।
advertisement
5/9
ঠান্ডায় গা গরম রাখতে পারে এই আদা শুঁঠ। এতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরের ট্রিপসিন এবং লাইপেজ নামক দুটি উৎসেচকের ক্ষরণ অনেকটাই বাড়িয়ে তোলে।
advertisement
6/9
খুব বেশি ঠান্ডায় মাইগ্রেনের যন্ত্রণা নিরাময়েও দারুণ কাজ আসে আদা শুঁঠ। এছাড়া বয়স্ক মানুষদের হাত-পায়ে যন্ত্রণা দূর করতে রোজ নিয়ম করে আদা শুঁঠ অনেকটাই উপকারী।
advertisement
7/9
শীতের মরসুমে জ্বর, সর্দি-কাশি লেগেই থাকে ঘরে ঘরে। এই মরসুমের ছোঁয়াচে সর্দি-কাশি থেকে মুক্তি পেতে গুড় দিয়ে আদা শুঁঠ নিয়মিত খাওয়া অনেকটাই উপকারী বলে প্রমাণিত।
advertisement
8/9
বেশি ঠান্ডায় বদহজমের সমস্যা কিছুতেই পিছু ছাড়ে না। কিছু খেলেই গলা-বুক জ্বালা করতে শুরু করে অনেকের। এই সমস্যার সমাধানে আদা শুঁঠ অনেকটাই কার্যকর বলে প্রমাণিত।
advertisement
9/9
মেদ ঝরাতে রোজ সকালে হালকা গরম জলে লেবুর রস, মধু মিশিয়ে পান করেন অনেকেই। যদি এর সঙ্গে যদি একটু শুঁঠ মিশিয়ে নেওয়া যায়। তবে আরও দ্রুত ওজন ঝরবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: কাশতে কাশতে মনে হচ্ছে মরে যাবেন? এই 'শুঁঠ' খেলে কাশি কমবেই! জানুন ডাক্তারের মত