Health Tips: গ্যাসট্রিক আলসার, কৃমি, কোলেস্টেরলের যম এই সাদা ফুল,নিমেষে কমায় পাইলস-এর যন্ত্রণা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
এই ফুলে ঠাঁসা আয়রন, ভিটামিন-বি, প্রোটিন, ভিটামিন-সি
advertisement
1/5

বক ফুলের মধ্যে আছে আয়রন, ভিটামিন-বি। তাই, এই ঋতু পরিবর্তনের সময় বক ফুল খেতে পারলে খুবই ভাল। এতে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়ে। এছাড়াও এই ফুল এবং এই গাছের অনেক ওষধি গুণ রয়েছে। লেখা-- সুস্মিতা গোস্বামী
advertisement
2/5
গ্যাসট্রিক আলসার প্রতিরোধ করতেও ভূমিকা রয়েছে এই ফুলের। কোষ্ঠকাঠিন্য দূর করতে, কৃমির সমস্যায়, পাইলস-এর যন্ত্রণা কমাতেও বকফুল এক্সপার্ট। লেখা-- সুস্মিতা গোস্বামী
advertisement
3/5
বক ফুল নাক দিয়ে রক্ত পড়া এবং শ্বাসকষ্টের অন্যান্য সমস্যা নিরাময়ে সাহায্য করে। নাক পরিষ্কার করার জন্য এই গাছের পাতার রস অনুনাসিক ড্রপ হিসাবে ব্যবহার করা যায়। লেখা-- সুস্মিতা গোস্বামী
advertisement
4/5
শরীরে জ্বালা পোড়া কিংবা ব্যথা কমাতে, চুলকানি, দাদের নিরাময়ে বক ফুল ব্যবহার করা হয়। লেখা-- সুস্মিতা গোস্বামী
advertisement
5/5
রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা রয়েছে বকফুলের। এই ফুলে আছে প্রোটিন, ভিটামিন-সি, আয়রন ও ভিটামিন বি। লেখা--সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: গ্যাসট্রিক আলসার, কৃমি, কোলেস্টেরলের যম এই সাদা ফুল,নিমেষে কমায় পাইলস-এর যন্ত্রণা