TRENDING:

Summer Tips: গরমে বিপদ বাড়ছে শিশুদের, কী করবেন আর কী করবেন না? জানুন বিশেষজ্ঞের টিপস

Last Updated:
Summer Tips: গ্রীষ্মকালে শিশুদের মধ্যে ডায়েরিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। আবহাওয়ার পরিবর্তন হলে শিশুরা সহজেই সর্দি-কাশি, ফ্লু, জ্বর এবং ডায়েরিয়ায় আক্রান্ত হয়। এই ক্ষেত্রে অভিভাবকদেরও সচেতন হতে হবে। 
advertisement
1/8
গরমে বিপদ বাড়ছে শিশুদের, কী করবেন আর কী করবেন না? জানুন বিশেষজ্ঞের টিপস
*বর্ষা আসার সময় হয়েছে। খানিক দেরিতে হলেও ভারতের মূল স্থলভাগে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। কিন্তু কোনও ভাবেই কাটেনি তাপপ্রবাহের পরিস্থিতি। বৃষ্টির দেখা নেই। সংগৃহীত ছবি। 
advertisement
2/8
*গোটা দেশের সঙ্গে উত্তরপ্রদেশে ইতিমধ্যেই জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এই পরিস্থিতিতে শিশুদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
3/8
*এমনিতেই পরিবর্তনশীল ঋতুতে বেশিরভাগ ক্ষেত্রেই শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েন। হিটস্ট্রোকের কারণে শিশুদের মধ্যে ডায়েরিয়া, প্রবল জ্বর-সহ নানা রোগের সংক্রমণ দেখা যাচ্ছে। সরকারি, বেসরকারি হাসপাতাল-সহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে এমন রোগীর ভিড় উপচে পড়ছে। সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*উত্তরপ্রদেশের বারাবাঁকি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ডায়েরিয়া ও জ্বরে আক্রান্ত শিশুদের অনেককেই আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে ভর্তি করাতে হচ্ছে। এই পরিস্থিতিতে ছোট শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়া উচিত বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*শিশুরোগ বিশেষজ্ঞ রবি আহুজা বলেন, গ্রীষ্মকালে শিশুদের মধ্যে ডায়েরিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। গত কয়েক দিনে বিভিন্ন হাসপাতালে নবজাতক শিশু এবং ১৫ বছরের কম বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এমন কিছু রোগী আছেন যাঁরা গত কয়েকদিন ধরে বমি ও ডায়েরিয়ায় ভুগছিলেন, কিন্তু সময় মতো হাসপাতালে না আসায় তাঁদের অবস্থা গুরুতর হয়ে ওঠে। সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*শিশুদের মধ্যে উচ্চ তাপমাত্রায় জ্বরের ঘটনা পাওয়া যাচ্ছে। জ্বর বেশি হলে তা মস্তিষ্কে সংক্রমণ ঘটাতে পারে। এই ক্ষেত্রে, শিশুদের শরীর একটি ভিজে কাপড় দিয়ে মুছিয়ে দিতে হবে বারবার। কোনও ভাবেই তাঁদের রোদে বের করা যাবে না। সংগৃহীত ছবি। 
advertisement
7/8
*চিকিৎসকরা জানাচ্ছেন, আবহাওয়ার পরিবর্তন হলে শিশুরা সহজেই সর্দি-কাশি, ফ্লু, জ্বর এবং ডায়েরিয়ায় আক্রান্ত হয়। এই ক্ষেত্রে অভিভাবকদেরও সচেতন হতে হবে। সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*শিশুকে গরম গরম আবহাওয়া থেকে হঠাৎ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে পাঠানো যাবে না। এতে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা বাড়ে। খেয়াল রাখতে হবে গ্রীষ্মকালে শিশুদের খাবার ও পানীয়ের দিকেও। বিশেষত নবজাতকের দিকে। ঘন ঘন ডায়েরিয়া বা বমি হলে ওআরএস দ্রবণ খাওয়াতে হবে। জ্বর হলে শুধুমাত্রা প্যারাসিটামলই দিতে হবে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Tips: গরমে বিপদ বাড়ছে শিশুদের, কী করবেন আর কী করবেন না? জানুন বিশেষজ্ঞের টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল