জাঙ্ক ফুড খেলে কি শুধুই মোটা হয়? না, হতে পারে আরও গুরুতর সব সমস্যা
Last Updated:
advertisement
1/7

জাঙ্ক ফুড খাওয়া কিছুতেই ছাড়তে পারছেন না? জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাসে কি মোটা হচ্ছেন? শুধু মোটা হওয়ার সমস্যাই নয়, জাঙ্ক ফুড ডেকে আনতে পারে আরও নানা সমস্যা৷
advertisement
2/7
চিজ বার্গার, ফিঙ্গার চিপসে থাকে অতিরিক্ত নুন বা অ্যাডেড সুগার৷ এগুলো বেশি খেলে তাই ব্লাড প্রেশার বেড়ে গিয়ে হার্টের সমস্যার ঝুঁকি বাড়ে৷
advertisement
3/7
নিয়মিত জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস আমাদের মস্তিষ্কের ওপরও খারাপ প্রভাব ফেলে৷ ক্ষতিগ্রস্ত হয় কগনিটিভ মেমরি৷
advertisement
4/7
জাঙ্ক ফুডে যা একেবারেই থাকে না তা হল ফাইবার৷ ফলে জাঙ্ক ফুড বেশি খেলে কন্সটিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে৷
advertisement
5/7
শুধু শরীরের নয়, জাঙ্ক ফুড ক্ষতি করে ত্বকেরও৷ কার্বোহাইড্রেট, অ্যাডেড সুগার. অ্যাডেড সল্ট অ্যাকনের সমস্যা বাড়ায়৷
advertisement
6/7
নোনতা জাঙ্ক ফুডে যেন অ্যাডেড সল্ট থাকে, তেমনই কেক, প্যাস্ট্রির মতো খাবারে থাকে অ্যাডেড সুগার৷ যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়৷ ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে৷
advertisement
7/7
জাঙ্ক ফুডে থাকে প্রচুপ পরিমাণ সোডিয়াম৷ যা হাড়ের স্বাস্থ্যের পক্ষে খারাপ৷ অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে তাই অস্টিওপরেসিসের ঝুঁকি বাড়ে৷