Health: ঘুম থেকে উঠলেই ঘাড়ে-পিঠে অসহ্য ব্যথা? জটিল রোগের ইঙ্গিত! জানুন কী করবেন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
কিছুতেই ব্যথা কমতে চায় না! ক্লান্ত লাগে সব সময়! এখুনি জানুন মুক্তির উপায়
advertisement
1/6

সম্প্রতি অনেকেই স্পন্ডিলাইটিসের সমস্যা, বেড়েছে। এ ধরনের সমস্যায় ডেস্কে ল্যাপটপের সামনে কাজ করতে করতে মাঝে মাঝেই টনটন করে উঠে পিঠ, কাঁধ।
advertisement
2/6
ঘুম থেকে উঠে ঘাড় ঘোরাতে গেলেও শুরু হয় তীব্র যন্ত্রণা। এই রোগ ধরা পড়লে মেনে চলতে হয় কিছু ব্যায়াম ও নিয়ম।
advertisement
3/6
মেরুদণ্ডের উপরেও চাপ ফেলে এই অসুখ। কেবল ব্যথাই নয়, ব্যথার অংশ অবশ হয়ে যাওয়া, সূচ ফোটানোর মতো তীব্র যন্ত্রণাও স্পন্ডিলাইটিসের উপসর্গ।
advertisement
4/6
দীর্ঘ ক্ষণ ঘাড় বা পিঠ বাঁকা করে বসার অভ্যাস বদলাতে হবে। পেশার তাগিদে তেমন ভাবে বসতে হলে মাঝেমাঝেই উঠে হাঁটাহাঁটি করুন। খানিক ক্ষণ ঘাড়ের ব্যায়াম করে নিতে পারেন।
advertisement
5/6
চিকিৎসক অনিরুদ্ধ বিশ্বাস জানান,
advertisement
6/6
স্পন্ডিলাইটিসের থেকে রেহাই পেতে হলে ব্যায়াম ছাড়া উপায় নেই। এই অসুখ সামলাতে নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে, বিশেষ করে কিছু স্ট্রেচিং। মাংসপেশিকে শক্ত রাখার জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্যায়াম করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health: ঘুম থেকে উঠলেই ঘাড়ে-পিঠে অসহ্য ব্যথা? জটিল রোগের ইঙ্গিত! জানুন কী করবেন