In Pics: সেলফির নেশা? সাবধান ! মুখের ত্বকের বারোটা বাজছে !
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/4

সেলফি ছাড়া দিনটা যেন অসম্পূর্ণ! হাতে স্মার্টফোন থাকলেই হল! কিছু হোক না হোক, সেলফি তোলা মাস্ট! কখনও রেলগাড়ির সামনে দাঁড়িয়ে, তো কখনও বহুতলের ছাদের প্রাচীরে বসে! দুর্ঘটনাও ঘটছে প্রত্যহ! কিন্তু তবুও, সেলফির নেশা থেকে বেরতে পারছেন না জেন ওয়াই! শুধু দুর্ঘটনাই নয়, আমাদের স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ক্ষতিকারক সেলফি! Photo Source: Collected
advertisement
2/4
চিকিৎসকদের মতে, মোবাইল ফোন থেকে নির্গত তড়িচ্চুম্বকিয় বিকিরণ (ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন) ত্বকের ডিএনএ-র গঠন নষ্ট করে দেয়। ফলে ত্বকে বলিরেখা ফুটে ওঠে। Photo Source: Collected
advertisement
3/4
ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন-এর কারণে মুখের ত্বক হয়ে ওঠে নির্জীব, রুক্ষ। ২০-তেই আপনি পঞ্চাশের বুড়ি! Photo Source: Collected
advertisement
4/4
আলোর চৌম্বক ক্ষেত্র (ম্যাগনেটিক ফিল্ড)-এর প্রভাবে ত্বকের আদ্রতার ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাই অকালে চেহারায় বার্দ্ধক্যের ছাপ পড়া আটকাতে অতিরিক্ত মাত্রায় সেলফি তোলা বন্ধ করুন! Photo Source: Collected