কনজাংটিভাইটিস-ও হতে পারে করোনার লক্ষণ, মারণ ভাইরাসের নতুন নতুন উপসর্গে উদ্বেগ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রোজ রোজ সামনে আসছে করোনার নতুন নতুন লক্ষণ
advertisement
1/5

কনজাংটিভাইটিস বা পিঙ্ক আই, অনেকে বলে থাকেন জয় বাংলা। কনজাংটিভাইটিস খুব সাধারণ একটা চোখের অসুখ, প্রায়শই অনেকের হয়ে থাকে, কখনওই প্রাণঘাতী কোনও রোগ নয় ! এর ফলে মারাত্নক অস্বস্তি হয় চোখে, ক্রমাগত জল পড়ে, চোখে জমা হয় পিচুটি। কিন্তু এবার কনজাংটিভাইটিস নিয়েই ভয়াবহ বার্তা দিল চিকিৎসকেরা।
advertisement
2/5
চিকিৎসকেরা বলছেন, কনজাংটিভাইটিস করোনা ভাইরাসের লক্ষণ হতে পারে এবং চোখের জলের মাধ্যমে করোনা সংক্রমণ ছড়াতে পারে।
advertisement
3/5
জানা যাচ্ছে, চিনা গবেষকরা কোভিড-১৯ -এ সংক্রামিত ৩৮ রোগীর ওপর পরীক্ষা চালিয়েছেন এবং দেখা গিয়েছে তাঁদের মধ্যে ১২ জনেরই জনজাংটিভাইটিস হয়েছে।
advertisement
4/5
যে ১২ জনের কনজাংটিভাইটিস হয়েছিল, তাঁদের শরীরে করোনা সংক্রমণ গুরুতর ছিল। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন-এর একটি গবেষণায় দেখা গিয়েছে, চিনের ১,০৯৯ জন কোভিড-১৯ রোগীর মধ্যে ৯ জনের মধ্যে কনজাংটিভাইটিস পাওয়া গিয়েছে।
advertisement
5/5
WHO- এর গবেষকদের মতে করোনার যেসব লক্ষণগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা স্বীকৃত, তার মধ্যে কনজাংটিভাইটিস বা পিঙ্ক আই-এর কোনও উল্লেখ নেই। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তরফে জানানো হয়েছে, করোনাভাইরাসের মূল লক্ষণ হল শ্বাসকষ্ট, জ্বর, কাশি, অবসাদ। কোনও ব্যক্তি ভাইরাসের সংস্পর্শে আসার ২-১৪ দিন পরে লক্ষণগুলি তাঁর শরীরে দেখা দিতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
কনজাংটিভাইটিস-ও হতে পারে করোনার লক্ষণ, মারণ ভাইরাসের নতুন নতুন উপসর্গে উদ্বেগ