Homeopathic Medicine: হোমিওপ্যাথি ওষুধ খেলে এই ৮ নিয়ম মেনে চলুন অবশ্যই, নইলে ভয়ঙ্কর বিপদ হতে পারে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Homeopathic Medicine: অনেকেই আছেন যাঁরা অ্যালোপ্যাথি চিকিৎসার থেকে হোমিওপ্যাথির ওপর বেশি ভরসা করেন।
advertisement
1/8

অনেকেই আছেন যাঁরা অ্যালোপ্যাথি চিকিৎসার থেকে হোমিওপ্যাথির ওপর বেশি ভরসা করেন। কোনও রোগ হলেই তাঁরা চোখ বুজে করান হোমিওপ্যাথির চিকিৎসা। তবে জানেন কি, হোমিওপ্যাথি ওষুধ খেলে ডাক্তাররা বেশ কিছু জিনিস মেনে চলার পরামর্শ দেন। নাহলে বড় বিপদ হতে পারে। ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়া হওয়ার যেমন সম্ভাবনা থাকে, তেমনই নিময় মেনে না খেলে ওষুধ কাজ না-করারও ভয় থাকে। জানুন এক্ষেত্রে কী কী করবেন আর কী করবেন না। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার ১০ মিনিট আগে বা পরে কিছু খাবেন না। এমনকী, জল না পান করার কথাও বলা হয়। যে সমস্ত ওষুধ জলে গুলে খেতে হয়, সেগুলোর ক্ষেত্রে চিকিৎসকের বলে দেওয়া মাপ মতো জল ব্যবহার করুন।
advertisement
3/8
হোমিওপ্যাথি ওষুধ কখনওই হাতে নেবেন না। এর ফলে ওষুধে ব্যবহার করা স্পিরিট উবে যায়। পরিবর্তে কাগজের পুরিয়া থেকে সরাসরি এথবা ওষুধের শিশির ঢাকনায় ঢেলে নিয়ে তারপর ওষুধ মুখে দিন।
advertisement
4/8
হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার আগে জলে ভাল করে মুখ কুলকুচি করে নিন। এতে বেশি উপকার পাবেন।
advertisement
5/8
অনেক চিকিৎসকই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সময় টক জাতীয় খাবার না খাওয়ার কথা বলেন। এই ব্যাপারে অবশ্যই ডাক্তারের থেকে জেনে নেবেন।
advertisement
6/8
একইসঙ্গে অ্যালোপাথি ও হোমিওপ্যাথি চিকিৎসা না করানোই ভাল। এক্ষেত্রেও আগে ডাক্তারের সঙ্গে কথা বলুন। বাজারে হোমিওপ্যাথির বই সহজলোভ্য। কিন্তু তা দেখে নিজে নিজে চিকিৎসা না করাই ভাল।
advertisement
7/8
এমন কোনও তাক বা টেবিলে হোমিওপ্যাথির ওষুধ রাখবেন না, যেখানে সরাসরি রোদ আসে। ওষুধের শিশির ঢাকনাও ভাল করে বন্ধ করবেন।
advertisement
8/8
হোপিওপ্যাথি ওষুধ যতদিন খাবেন ততদিন কোনও রকম নেশা করা থেকে বিরত থাকুন। সিগারেট বা মদ খেলে ওষুধের কার্যকারিতা অনেকটাই কমে যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/স্বাস্থ্য/
Homeopathic Medicine: হোমিওপ্যাথি ওষুধ খেলে এই ৮ নিয়ম মেনে চলুন অবশ্যই, নইলে ভয়ঙ্কর বিপদ হতে পারে!