শাস্ত্র মতে, সপ্তাহের এই ৩ দিন ভুলেও যৌন মিলন নয়...জীবনে নেমে আসবে ঘোর বিপদ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন কোন ৩ দিন ?
advertisement
1/4

প্রতিদিন যৌনতা ? জানেন, অজান্তেই নিজের কত বড় বিপদ ডেকে আনছেন ? ভারতীয় শাস্ত্র মতে, গর্ভধারণ বা যৌন মিলনের জন্য সপ্তাহের সব দিন সঠিক নয়। সপ্তাহে বিশেষ ৩ দিন রয়েছে যেদিন যৌন মিলনে জীবনে চরম বিপদ ঘনিয়ে আসে !জেনে নিন কোন ৩ দিন ? কেনই বা এরকমটা মানা হয় ?
advertisement
2/4
মঙ্গলবার: এই দিন যৌন মিলনে মঙ্গলের উপর কুপ্রভাব পড়ে যার জেরে ভবিষ্যতে সন্তানের নিষ্ঠুর প্রকৃতি দেখা দিতে পারে। অসামাজিক কাজে যুক্ত হয়ে পড়ার আশঙ্কাও থেকে যায়।
advertisement
3/4
শনিবার: এই দিন যৌন মিলনে সন্তানের ওপর শনিদেবের কুপ্রকোপ পড়ে। সন্তানের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা দেখা দিতে পারে, জীবনে নানা দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
4/4
রবিবার: কোনও কিছুর সূচনার জন্য রবিবার অশুভ দিন বলে মানা হয়। এই দিন যৌন মিলনে সন্তানের ওপর রবির অশুভ প্রভাব পড়ে। শিশুর অতিরিক্ত রাগি হয়ে উঠতে পারে, হৃদরোগ সংক্রান্ত কোনও অসুখে ভোগান্তির আশঙ্কাও থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/স্বাস্থ্য/
শাস্ত্র মতে, সপ্তাহের এই ৩ দিন ভুলেও যৌন মিলন নয়...জীবনে নেমে আসবে ঘোর বিপদ