ভাইরাস থেকে বাঁচতে ব্যবহার করছেন Sanitizer ? জানেন অজান্তেই শরীরে ডেকে আনছেন বিপদ....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ভাইরাস থেকে বাঁচতে বেশি স্যানিটাইরাজ ব্যবহার ডেকে আনছে আরও বড় বিপদ ৷
advertisement
1/5

ভারতে ছড়াচ্ছে করোনা আতঙ্ক। আক্রান্তের সংখ্যা ২৯। এর থেকে বাঁচতে বেশিরভাগ মানুষ মাল্ক ও স্যানিটাইজার ব্যবহার করছেন ৷ করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্যানিটাইজার ও মাস্ক বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে বাজারে ৷ কিন্তু জানেন কী ভাইরাস থেকে বাঁচতে বেশি স্যানিটাইরাজ ব্যবহার ডেকে আনছে আরও বড় বিপদ ৷
advertisement
2/5
হ্যান্ড স্যানিটাইজারে সাধারণত ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়ে থাকে যা অ্যান্টিসেপটিকেরও কাজ করে থাকে ৷ এর মধ্যে জল, ফ্র্যাগ্যান্স ও গ্লিসারিনও থাকে ৷ অ্যালকোহল ছাড়া স্যানিটাইজার অ্যান্টিবায়োটিক কম্পাউন্ড ট্রাইক্লোজেন ও ট্রাইক্লোকার্বন দিয়ে তৈরি করা হয় ৷ এগুলি সাবান ও টুথপেস্টেও পাওয়া যায় ৷
advertisement
3/5
কিন্তু জানেন কী ট্রাইক্লোজেন ব্যবহারের কিছু রিস্ক রয়েছে ৷ বেশ কিছু জায়গায় দাবি করা হয়েছে যে ট্রাইক্লোজেন ব্যবহার শরীরের পক্ষে ক্ষতিকারক ৷ ফলে অতিরিক্ত মাত্রায় স্যানিটাইজার ব্যবহার করলে শরীরের ক্ষতি হতে পারে ৷ অ্যান্টিবায়োটিক সাধারণত ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়াই করে থাকে ৷ কিন্তু তখন কী হবে যখন আপনার শরীর ব্যাক্টেরিয়ার বদলে অ্যান্টিবায়োটিকের সঙ্গে লড়াই করবে ৷ বেশি স্যানিটাইজার ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কারণ এটা ভাল ব্যাক্টেরিয়াও শেষ করে দেয় যা খারাপ ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়াই করতে সাহায্য করে ৷
advertisement
4/5
এর জেরে Gastroentitis রোগ হতে পারে ৷ এছাড়া স্যানিটাইজার ব্যবহার করলে হরমোনের উপর প্রভাব পড়ে থাকে ৷ শরীরের Immune System এর ক্ষতি হয় ৷ এর জেরে খমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা ৷
advertisement
5/5
স্যানিটাইজার অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে শরীরে ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ভাইরাস থেকে বাঁচতে ব্যবহার করছেন Sanitizer ? জানেন অজান্তেই শরীরে ডেকে আনছেন বিপদ....