TRENDING:

H3N2 Influenza Virus: দেশজুড়ে H3N2 ভাইরাসে আক্রান্ত মানুষ-পাখি সকলেই! জানুন উপসর্গ ও রোগ নিরাময়ের উপায়

Last Updated:
H3N2 Influenza Virus: কী কী উপসর্গ দেখা যাচ্ছে? কাঁপুনি দিয়ে জ্বর, শীত ভাব, সর্দি, কাশি, শুকনো কাশি থাকতে পারে প্রায় ১৫ দিন।
advertisement
1/7
দেশজুড়ে H3N2 ভাইরাসে আক্রান্ত মানুষ-পাখি সকলেই! জানুন উপসর্গ ও রোগ নিরাময়ের উপায়
কোভিড ১৯, অ্যাডিনোর পর এবার নতুন ভাইরাসের সংক্রমণে জেরবার দেশ। ইতিমধ্যেই H3N2 ভাইরাসে আক্রান্ত হয়ে কর্ণাটক ও হরিয়ানায় মোট ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইনস্টিটিউট অফ ইন্টারনাল মেডিসিন অ্যান্ড রেসপেরেটোরি অ্যান্ড স্লিপ মেডিসিন বিভাগ ও ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশনের চেয়ারম্যান রণদীপ গুলেরিয়া বলেছেন, প্রতি বছর এই ভাইরাস নিজের রূপ পরিবর্তন করে। এবারেও তা করেছে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/7
সর্দি-কাশি ও জ্বরের রোগী দ্রুত বাড়তে শুরু করেছে। এ নিয়ে দেশের স্বাস্থ্য কর্মকর্তারাও চিন্তিত। আইসিইউতে ভর্তির সংখ্যা বাড়ছে এবং স্বাস্থ্য কর্তারা পরামর্শ দিয়েছেন। ভাইরাস নিয়ে রিসার্চ করা  একজন বিজ্ঞানী জানিয়েছেন যে করোনা ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা উভয়েরই একই রকম লক্ষণ রয়েছে এবং দুই থেকে তিন মাস বেঁচে থাকতে পারে। কমিউনিটি সংক্রমণের কারণেই এত রোগী একসঙ্গে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত।
advertisement
3/7
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জার 'এ' প্রজাতির এক উপপ্রজাতি H3N2 ছড়িয়েছে দেশে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অনেকগুলো ধরন আছে-- টাইপ এ, টাইপ বি, এইচ১এন১ (নন-সোয়াইন ফ্লু)। বাংলায় তথা কলকাতা শহরে একবার এইচ১এন১ ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল।
advertisement
4/7
আইসিএমআর জানাচ্ছে, দেশের কয়েকটি রাজ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এইচ৩এন২ উপপ্রজাতি ছড়িয়েছে। ইনফ্লুয়েঞ্জার এই সাবটাইপ সবচেয়ে বেশি ছোঁয়াচে ও বিপজ্জনক। পাখি ও অন্য স্তন্যপায়ী প্রাণিদের শরীরেও ছড়াতে পারে এই ভাইরাস। বহুবার জিনের বদল ঘটাতে পারে। বিজ্ঞানীদের দাবি, এর আগে এই উপপ্রজাতি তার জিনের বিন্যাসের বদল ঘটিয়েছিল। তাই এত ছোঁয়াচে হয়ে উঠেছে।
advertisement
5/7
কীভাবে ছড়ায় এই ভাইরাস? সর্দি-কাশি, মুখ থেকে বেরনো থুতু-লালায় থাকা ভাইরাস ড্রপলেটের মাধ্যমে সুস্থ ব্যক্তিকে সহজেই সংক্রমিত করতে পারে। রোগীরা ফুসফুসের জটিল অসুখ ও প্রবল শ্বাসকষ্টে ভুগছে।
advertisement
6/7
কী কী উপসর্গ দেখা যাচ্ছে? কাঁপুনি দিয়ে জ্বর, শীত ভাব, সর্দি, কাশি, শুকনো কাশি থাকতে পারে প্রায় ১৫ দিন। এছাড়াও নাক দিয়ে জল পড়া, মাথা যন্ত্রনা, পেট খারাপ, বমি ভাব, গায়ে ব্যথা, গলা ব্যথা, বাড়াবাড়ি হলে নিউমোনিয়াও হতে পারে।
advertisement
7/7
রোগ নিরাময়: ভাল মতো বিশ্রাম নেওয়া প্রয়োজন। তরল পান করতে হবে বেশি পরিমাণে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। যাঁর ঝুঁকি বেশি, তাঁকে চিকিৎসক অ্যান্টিভাইরাল ওষুধ দিচ্ছেন। ভাইরাস থেকে সুরক্ষায় চিকিৎসকের সঙ্গে কথা বলে ফ্লু ভ্যাক্সিনের বিষয়ে জানতে হবে। করোনাভাইরাসের সময়ে যা যা করতে হয়েছিল, তার মধ্যে কয়েকটি নিয়ম এ ক্ষেত্রেও পালন করা উচিত। বারবার সাবান দিয়ে ঘনঘন হাত ধোয়া, অসুস্থ ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হাঁচি-কাশির সময়ে মুখ-নাক ঢেকে রাখা, খুব প্রয়োজন না পড়লে অসুস্থ অবস্থায় বাড়ি থেকে না বেরোনো। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/স্বাস্থ্য/
H3N2 Influenza Virus: দেশজুড়ে H3N2 ভাইরাসে আক্রান্ত মানুষ-পাখি সকলেই! জানুন উপসর্গ ও রোগ নিরাময়ের উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল