TRENDING:

শারীরিক মিলনে অনিচ্ছা ? যৌন কামনা নতুন করে জাগাতে কাজে আসবে বিশেষজ্ঞের পরামর্শ

Last Updated:
How to Boost Libido During The COVID-19 Pandemic: কীভাবে তার সমাধান করা যায়, পুরুষদের কথা মাথায় রেখে পরামর্শ দিচ্ছেন সেক্সোলজিস্ট ড. সারাংশ জৈন (Saransh Jain)!
advertisement
1/6
শারীরিক মিলনে অনিচ্ছা ? যৌন কামনা নতুন করে জাগাতে কাজে আসবে বিশেষজ্ঞের পরামর্শ
বহু পরিসংখ্যানভিত্তিক সমীক্ষা একথা অনেক বছর হল স্পষ্ট করে দিয়েছে যে বর্তমানে মানবসভ্যতা ভুগছে প্রজননগত সঙ্কটে। দৈনন্দিন জীবনে রাসায়নিকের ব্যবহারের ফলে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই দেখা দিচ্ছে বন্ধ্যাত্ব, পুরুষের শীরে কমে আসছে শুক্রাণুর পরিমাণ, নারীর ডিম্বাশয়ে দেখা দিচ্ছে বিবিধ জটিলতা। পাশাপাশি, আধুনিক জীবনযাত্রার কাজের চাপ এবং তা থেকে জন্ম নেওয়া ক্লান্তি কমিয়ে তুলছে যৌন কামনা, শারীরিক মিলনের দিক থেকে দম্পতিদের অনিচ্ছুক করে তুলছে। এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে করোনাকালে এবং হয়ে উঠেছে অধিক জটিল।
advertisement
2/6
এখন লকডাউনের সময়ে দম্পতিরা সব সময়েই বাড়িতে থাকছেন, ফলে শারীরিক মিলনে অনিচ্ছা মনোমালিন্যেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। কী ভাবে তার সমাধান করা যায়, পুরুষদের কথা মাথায় রেখে পরামর্শ দিচ্ছেন সেক্সোলজিস্ট ড. সারাংশ জৈন (Saransh Jain)!
advertisement
3/6
ড. জৈন জানিয়েছেন যে এক্ষেত্রে ডোপামিন (Dopamine) নামের হ্যাপি হরমোন এবং অক্সিটোসিন (Oxytocin) নামের লাভ হরমোনের যুগল ভূমিকার কথা অস্বীকার করা যাবে না, মাথায় রাখতে হবে এনডরফিনের (Endorphin) কথাও যা সঙ্গমে প্ররোচিত করে। মন ভালো থাকে শরীরও চাঙ্গা থাকে এবং তখন স্বাভাবিক ভাবেই যৌন কামনা বৃদ্ধি পায়।
advertisement
4/6
কাজেই সবার আগে মন ভালো রাখার দিকে জোর দিতে হবে। এক্ষেত্রে দিন-রাত বাড়িতে বসে না থেকে ড. জৈন পার্কে হাঁটাহাঁটি বা অন্য কোনও শখে বা শরীরচর্চায় নিজেকে যুক্ত রাখার পরামর্শ দিচ্ছেন। এতে শরীরও সুঠাম হবে, পাশাপাশি মন ভালো থাকলে হরমোনের ক্ষরণে মিলনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে।
advertisement
5/6
খাদ্যাভ্যাসে পরিবর্তন এই তিন হরমোনের ক্ষরণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যেমন মশলাদার খাবারে শরীরে এনডরফিনের পরিমাণ বৃদ্ধি পায়। আবার দই, বিনস, ডিম, মাংস, কফি, আমন্ড ডোপামিনের ক্ষরণ বাড়ায়। ফলে এই দিক মাথায় রেখে ডায়েটে কিছু বদল আনতে পারলে ভালো হয়। ভালো খাবার কিন্তু এক লহমায় মন ভালো করার ক্ষমতা ধরে, সেই দিক থেকে তা হাসিখুশি থাকার আবহ তৈরি করতে অমোঘ ভূমিকা নেয়।
advertisement
6/6
সব শেষে একটা কথা ভুললে চলবে না- যৌনতা ভর করে থাকে রোম্যান্সের উপরে, তাই সম্পর্কে সেই ব্যাপারটাকে প্রাধান্য দিতে হবে। চুম্বন, আলিঙ্গন, ফোর প্লে- এই সবগুলোই যৌনতার ক্ষেত্রে প্রয়োজনীয় হরমোনের ক্ষরণ ঘটানোর কাজে সাহায্য করে। তাই শুধুই পেনেট্রেশনে মন না দিয়ে সার্বিক ভাবে শারীরিক মিলনকে উপভোগ্য করে তুলতে হবে, একমাত্র তাহলেই বার বার সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা জাগবে!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
শারীরিক মিলনে অনিচ্ছা ? যৌন কামনা নতুন করে জাগাতে কাজে আসবে বিশেষজ্ঞের পরামর্শ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল