TRENDING:

দাঁড়িয়ে জল খান? এই সব অসুখ আপনার জন্য অপেক্ষা করছে

Last Updated:
advertisement
1/6
দাঁড়িয়ে জল খান? এই সব অসুখ আপনার জন্য অপেক্ষা করছে
জলই জীবন! কিন্তু দাঁড়িয়ে জল খাবেন না! আক্রান্ত হবেন মারাত্মক অসুখে! কারণ-- Photo Source: Collected
advertisement
2/6
পাকস্থলীর ক্ষতি- দাঁড়িয়ে জল খেলে পাকস্থলীর দেয়ালে অতিরিক্ত চাপ পড়ে। জল অন্যান্য খাবারের মতো হজম প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় না, খাদ্যনালী দিয়ে সরাসরি পাকস্থলীতে পৌঁছায়। কাজেই, দাঁড়িয়ে জল খেলে পাকস্থলীর দেয়ালের ক্ষতি হয়। পাশাপাশি, দাঁড়িয়ে জল খেলে, জলের কোনও পুষ্টিগুণ শরীরে শোষিত হয় না। Photo Source: Collected
advertisement
3/6
মূত্রথলির ক্ষতি- দাঁড়িয়ে জল খেলে জলের প্রবাহ দ্রুত হয়, চাপ বেশি পড়ে। ফলে মূত্রথলিতে শরীরের দূষিত পদার্থ সরাসারি গিয়ে জমা হওয়ার সম্ভাবনা থাকে যা কিডনি বা বৃক্কের জন্য ক্ষতিকর। Photo Source: Collected
advertisement
4/6
ব্যথা: দাঁড়িয়ে জল খেলে পুরো শরীরের উপর চাপ পড়ে, ফলে হাড়ের জয়েন্টে ব্যথা হতে পারে। Photo Source: Collected
advertisement
5/6
ফুসফুসের জটিলতা- দাঁড়িয়ে জল খেলে শ্বাসনালী ও খাদ্যনালীতে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়, ফুসফুস ও হৃদযন্ত্রেরও ক্ষতি হয়! Photo Source: Collected
advertisement
6/6
কাজেই, বসে, গ্লাস বা বোতল থেকে চুমুক দিয়ে জল খান। এতে জলের প্রবাহ হবে ধীর এবং অল্প। ফলে শরীরে কোনো বাড়তি চাপ পড়বে না। জলের চাপ বেশি হলে স্নায়ুর উপরেও চাপ পড়ে, যা শরীরে আগেথেকে থাকা অন্যান্য তরলের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। Photo Source: Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
দাঁড়িয়ে জল খান? এই সব অসুখ আপনার জন্য অপেক্ষা করছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল