লকডাউনে ভুলেও সন্তানের পরিকল্পনা করবেন না, যে যে বিপদ ঘটতে পারে...
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

• করোনা সংক্রমণের ভয়ে এখন কাঁটা গোটা বিশ্বই । আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে ভয়-উৎকন্ঠা । কারণ প্রতিদিনই রেকর্ড সংখ্যক করোনা আক্রান্তের খোঁজ মিলছে । ফলে বাধ্য হয়েই পঞ্চম পর্যায়ের লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ।
advertisement
2/7
• বর্তমানের অত্যধিক দ্রুত লাইফস্টাইলে স্বামী-স্ত্রীর পারস্পরিক দাম্পত্য জীবন প্রভাবিত হয় প্রবলভাবে । কিন্তু এই লকডাউনে সকলেই গৃহবন্দি । তাই এখন দম্পতিরা নিজেদের মত করে সময় কাটাতে পারছেন । অনেকেই এই সময় সন্তানের পরিকল্পনাও করছেন । কিন্তু বিশেষজ্ঞরা বারবার বলছেন, এই সময় সন্তানের পরিকল্পনা না করাই শ্রেয় ।
advertisement
3/7
• কিন্তু কেন । এর পিছনে আসল কারণ হল মা ও সন্তানকে সংক্রণ থেকে দূরে রাখা ।
advertisement
4/7
• চিকিৎসকরা বারবার বলছেন, এই সময় গর্ভবতী বা প্রসূতী মা এবং তাঁর সদ্যোজাত সন্তানের সংক্রমণের ভয় থাকে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি ।
advertisement
5/7
• যদিও এখন তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে, মা কোভিড পজেটিভ হলে সন্তানও করোনা পজেটিভ হবেই ।
advertisement
6/7
• কিন্তু তারপরেও ঝুঁকিটা থেকেই যাচ্ছে । হাসপাতাল গুলো থেকেও করোনার সংক্রমণ ছড়াচ্ছে । ফলে মা ও সন্তানের ক্ষেত্রে সেটাও চিন্তার বিষয় ।
advertisement
7/7
• তাছাড়া এই সময় সদ্যোজাতের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে খুবই দূর্বল । ফলে যে কোনও সংক্রমণই সহজে থাবা বসাতে পারে ছোট্ট শরীরে ।