Epilepsy Symptoms: যখন তখন মাথা ঘোরে? এই মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে! এখনই সাবধান হন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
মাথা ঘোরা আসলে বড় রোগেরও লক্ষণ হতে পারে৷ মৃগী বা এপিলেপসির ক্ষেত্রে যখন তখন মাথা ঘোরার সমস্যা হতে পারে৷
advertisement
1/7

মাথা ঘোরার মত সমস্যাকে অনেক সময়ই আমরা অতি সাধারণ সমস্যা বলে এড়িয়ে যাই৷ বিশেষ গুরুত্ব দিই না৷ কিন্তু এই মাথা ঘোরা আসলে বড় রোগেরও লক্ষণ হতে পারে৷ মৃগী বা এপিলেপসির ক্ষেত্রে যখন তখন মাথা ঘোরার সমস্যা হতে পারে৷ কিন্তু শুধু মাথা ঘোরা মানেই কি মৃগী? এমনটা মোটেই নয়৷
advertisement
2/7
এই বিষয়ে আরও বিশদে জানালেন দিল্লির আয়ুষ্মান হাসপাতালের নিউরোলজিস্ট ডাঃ অভিষেক শ্রীধর৷ মৃগী রোগের প্রধান লক্ষণগুলি সম্পর্কে নীচে বিস্তারিত ভাবে দেওয়া হল৷
advertisement
3/7
মাথা ঘোরা- মৃগীরোগে আক্রান্ত ব্যক্তিদের ঘন ঘন খিঁচুনি হয়। যে কোনও সময়, যে কোন জায়গায় হঠাৎ মাথা ঘুরে যেতে পারে। যদি আপনার পরিচিত কারও মধ্যে এই ধরনের উপসর্গ থাকে, তাহলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। মৃগী রোগ হয়েছে জানতে পারলে বিভ্রান্ত হবেন না৷ চিকিৎসকের পরামর্শে ওষুধ খান।
advertisement
4/7
শরীরের কাঁপুনি- মৃগীরোগে আক্রান্ত রোগীদের শরীরে সব সময় কাঁপুনি লেগেই থাকে। যদি কোনও রোগীর শরীরে কম্পন বা অনেক সময় ঝাঁকুনি দেখা দেয়, তাহলে সে মৃগী রোগের রোগী হতে পারে।
advertisement
5/7
রেগে যাওয়া- মৃগী রোগীরা হঠাৎ করেই মেজাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ প্রচণ্ড রেগে যান৷
advertisement
6/7
মুখে ফেনা দেখা যায়- মৃগীরোগে আক্রান্তদের হলে তার মুখ থেকে ফেনা বের হতে থাকে। আপনার পরিচিত কেউ যদি মাথা ঘোরার সময় মুখে ফেনা পড়তে থাকে, তাহলে তিনিও মৃগীরোগের শিকার হতে পারেন।
advertisement
7/7
মৃগী রোগ হয়েছে জানতে পারলে বিভ্রান্ত হবেন না৷ এই ধরনের পরিস্থিতিতে, অবিলম্বে একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। চিকিৎসকের পরামর্শে ওষুধ খান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Epilepsy Symptoms: যখন তখন মাথা ঘোরে? এই মারাত্মক রোগের ইঙ্গিত হতে পারে! এখনই সাবধান হন