TRENDING:

Conjunctivitis: চশমায় আটকায় Conjunctivitis? কী ভাবে ছড়ায়, কেনই বা একে বলে জয়বাংলা? জানেন এই সব প্রশ্নের উত্তর...

Last Updated:
ঘন ঘন চোখ রগড়াবেন না বা জোড়ে জোড়ে জলের ঝাপটা দেবেন না চোখে৷ এতে কোনও লাভ হয় না, বরং ক্ষতিই হয়৷ চিকিৎসকের পরামর্শ না নিয়ে কোনও আই ড্রপ ব্যবহার করবেন না৷
advertisement
1/9
চশমায় আটকায় Conjunctivitis? কী ভাবে ছড়ায়, কেনই বা একে বলে জয়বাংলা? জানেন..
Conjunctivitis, ইংরাজিতে এর অপর নাম পিঙ্ক আই ডিসিস৷ চোখ লাল হয়ে ফুলে যায়৷ ক্রমাগত জল পড়া, চোখ কটকট করা এই রোগের উপসর্গ৷ আমরা বাঙালিরা একে অবশ্য জয়বাংলা নামেই চিনি৷ কিন্তু, হঠাৎ এই রোগের নাম জয় বাংলা কেন হল, জানেন?
advertisement
2/9
আসলে এটা ১৯৭১-এর গল্প৷ সেই সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে৷ সেই সময় এই কঞ্জাঙ্কটিভাইটিসের ব্যাপক দাপট শুরু হয়েছিল বাংলা জুড়ে৷ তখন বাংলাদেশের মানুষের মুখে মুখে ছিল জয় বাংলা শ্লোগান৷ সেখান থেকেই এর নাম পরে মুখে মুখে জয় বাংলা হয়ে ছড়িয়ে পড়ে৷
advertisement
3/9
বর্তমানে Conjunctivitis-এর প্রকোপ বেড়েছে পশ্চিমবঙ্গে৷ প্রথমেই যে কথা জেনে রাখা দরকার, এই রোগ কিন্তু বেশ ছোঁয়াচে৷ বিশেষ করে স্কুলে যাওয়া ছোট বাচ্চাদের মায়েদের কিন্তু, অত্যন্ত সতর্ক হওয়া উচিত এ বিষয়ে৷
advertisement
4/9
আমাদের মধ্যে প্রচলিত ধারণা রয়েছে, Conjunctivitis-এ আক্রান্ত রোগীর চোখ দেখলেই তা অন্য মানুষে ছড়িয়ে পড়ে৷ সেই কারণে, রোগীকে সবসময় কালো চশমা পরে থাকার পরামর্শ দেন অনেকে৷ কিন্তু, সত্যিই কি এই ভাবে ছড়ায় Conjunctivitis? চমশা পরলেই কি আটকে যায় সংক্রমণ?
advertisement
5/9
উত্তর হচ্ছে, না৷ আটকায় না৷ Conjunctivitis ছড়ায় আক্রান্ত ব্যক্তির রুমাল (যা দিয়ে উনি চোখ মুছছেন), তাঁর নিত্য প্রয়োজনীয় জিনিস (চোখে হাত দেওয়ার পরে যা যা উনি ছুঁচ্ছেন), মেক আপ, না ধোয়া গামছা বা টাওয়াল, বিছানার চাদর, বালিশের ওয়াড়ের মতো জিনিস থেকে৷ তবে Conjunctivitis এ আক্রান্ত কোনও ব্যক্তি অনেক সময় জোড়াল আলো সহ্য করতে পারেন না, সেক্ষেত্রে কালো চশমা চোখ
advertisement
6/9
এমনকি, একই পরিবারের একাধিক সদস্য Conjunctivitis-এ আক্রান্ত হলে, তাদের আলাদা রুমাল এবং আই-ড্রপ ব্যবহার করা উচিত৷
advertisement
7/9
আক্রান্ত ব্যক্তিদের স্কুল, কলেজ, অফিস বা ভিড় জায়গায় যেতে বারণ করা হয়, কারণ এতে Conjunctivitis আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে৷ কারণ, রোগী অজান্তেই নিজের চোখে হাত দিয়ে ডোর নব, চেয়ার টেবিল, ব্যাগ, জলের বোতল ইত্যাদি ছুঁয়ে ফেলেন৷ সেখান থেকে অন্য ব্যক্তি শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ে৷
advertisement
8/9
Conjunctivitis হলে, বেশিক্ষণ টিভি দেখা বা কম্পিউটারে কাজ করা উচিত নয়৷ উচিত নয় ফোন ঘাঁটাও৷
advertisement
9/9
ঘন ঘন চোখ রগড়াবেন না বা জোড়ে জোড়ে জলের ঝাপটা দেবেন না চোখে৷ এতে কোনও লাভ হয় না, বরং ক্ষতিই হয়৷ চিকিৎসকের পরামর্শ না নিয়ে কোনও আই ড্রপ ব্যবহার করবেন না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Conjunctivitis: চশমায় আটকায় Conjunctivitis? কী ভাবে ছড়ায়, কেনই বা একে বলে জয়বাংলা? জানেন এই সব প্রশ্নের উত্তর...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল