TRENDING:

RSV Symptoms| আতঙ্কে হাজার হাজার বাবা-মা ঘরে ঘরে জ্বর, বাড়ছে আরএস আতঙ্ক, কী ভাবে বিপদ চিনব

Last Updated:
RSV Symptoms| আরএস-এর উপসর্গ কী, কী ভাবে সাধারণ জ্বরের সঙ্গে আলাদা করব তাকে? রইল গাইডলাইন-
advertisement
1/7
আতঙ্কে হাজার হাজার বাবা-মা ঘরে ঘরে জ্বর, বাড়ছে আরএস আতঙ্ক, কী ভাবে বিপদ চিনব
করোনা প্রকোপ কিছুটা কমলেও ঘরে ঘরে হানা দিচ্ছে জ্বর। শিশুদের মধ্যে বাড়ছে আরএস ভাইরাসের সংক্রমণও। উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ কলকাতায় বহু শিশুই হাসপাতালে ভর্তি। কিন্তু আরএস-এর উপসর্গ কী, কী ভাবে সাধারণ জ্বরের সঙ্গে আলাদা করব তাকে? রইল গাইডলাইন-
advertisement
2/7
উপসর্গ- রাজ্য স্বাস্থ্য দফতর বলছে, ৩ দিন তার বেশি জ্বর,কাশি, সর্দি, গলা ব্যথা, ডায়ারিয়া, বমি, শ্বাস প্রশ্বাসের গতি বৃদ্ধি, শ্বাসকষ্টের সমস্যা থাকলেই সতর্ক হতে হবে।
advertisement
3/7
কী ভাবে বুঝব বিপদসীমা অতিক্রান্ত অক্সিজেনের মাত্রা ৯২ -এর নীচে চলে গেলে, ৩-৫ দিন বা তার বেশি জ্বর বা শ্বাসকষ্ট থাকলে, খাবার ইচ্ছা চলে গেলে, আঙুলের ডগা নীল হয়ে গেলে বুঝতে হবে বিপদ সীমা অতিক্রান্ত।
advertisement
4/7
যে পথে চিকিৎসা হাসপাতালে ভর্তির পর কী করতে হবে তাই নিয়েও গাইডলাইন আছে স্বাস্থ্য দফতরের। শ্বাসপ্রশ্বাস, রক্তচাপ, জ্বর নিয়মিত মনিটর করতে হবে। সিম্প্টমেটিক রিলিফের জন্য প্যারাসিটামল। পর্যাপ্ত হাইড্রেশন জরুরি। প্রয়োজনে স্যালাইন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
5/7
পাশাপাশি প্রয়োজনে অক্সিজেন দেওয়ার কথা বলা হয়েছে। হিটেড হিউমিডিফায়েড হাই ফ্লো নেজালক্যানুলা দিয়ে. মিনিট ১-২ লিটার অক্সিজেন দিয়ে ৯২-৯৬-এর মধ্যে অক্সিজেন স্যাচুরেশান রেখে দেওয়ার কথা বলা হয়েছে। প্রায়োরিটি গ্রুপকে দ্রুত অসেল্টামিভির দেওয়ার কথা বলা হয়েছে।
advertisement
6/7
জ্বরে বাড়িতে যত্ন কী ভাবে? ভাবে পর্যাপ্ত জল খাওয়ানো, ডায়েরিয়ার জন্য ওআরএস, জ্বরের জন্য প্যারাসিটামল, শিশুর অ্যাক্টিভিটির দিকে খেয়াল রাখা। বিশেষত জ্বর কমে যাওয়ার পর শ্বাস প্রশ্বাস, মূত্রত্যাগ এবং খাওয়া দাওয়ার ওপর নজর রাখা।
advertisement
7/7
সচেতনতা- বাড়িতে কারও জ্বর বা রেসপিরেটরি সিম্পটম হলে তাঁর থেকে শিশুকে দূরে রাখার কথা বলা হয়েছে। বাড়ির বয়ষ্ক কারও শ্বাসজনিত সমস্যা বা রেসপিরেটরি সিম্পটম থাকলে তার থেকে ২ বছর বা তার কম বয়সি শিশুদের দূরে রাখতে হবে। বাড়িতে মাস্ক পরে থাকতে হবে। ঘরে কারও সর্দি, কাশি, জ্বর হলে বাড়ি নিয়মিত জীবাণুমুক্ত রাখতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
RSV Symptoms| আতঙ্কে হাজার হাজার বাবা-মা ঘরে ঘরে জ্বর, বাড়ছে আরএস আতঙ্ক, কী ভাবে বিপদ চিনব
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল